হিজবুল্লাহর ড্রোন হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

হিজবুল্লাহর হামলায় নিহত দুই ইসরায়েলি সেনাছবি: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের দুজন রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনাসদস্য আহত হয়েছেন। সোমবার বিকেলে ইসরায়েলের উত্তরাঞ্চলের মেতুলার কাছে একটি সেনাচৌকিতে এই হামলা হয়। ইসরায়েলের সেনাবাহিনী মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হিজবুল্লাহর ড্রোন আকাশে ধ্বংস করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। বিস্ফোরকভর্তি ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং তাতে সেনাসদস্যরা নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন মাস্টার সার্জেন্ট ড্যান কামকাগি (৩১) এবং মাস্টার সার্জেন্ট নেহমান নাতাল হার্টজ (৩১)। তাঁরা দুজনই ৫৫১ ব্রিগেডের ৬৫৫১ ব্যাটালিয়নে নিয়োজিত ছিলেন। হামলায় এক ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে আইডিএফ জানিয়েছে। হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে।

এই হামলার পর দক্ষিণ লেবাননের ছরিবিন গ্রামে হিজবুল্লাহর একটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া দক্ষিণ লেবাননের আইতা আশ-শাআব গ্রামে হিজবুল্লাহর একটি রকেট উৎক্ষেপণ ঘাঁটিতেও হামলা চালানো হয়।

আইডিএফ আরও জানিয়েছে, ড্রোন হামলার আগে লেবানন থেকে গোলান মালভূমিতে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়। হিজবুল্লাহ ওই হামলারও দায় স্বীকার করেছে। তারা বলেছে, লেবাননের উত্তর-পূর্বাঞ্চলে ইসরায়েলের হামলার বদলা নিতে গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে।

গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলে সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলও এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে।