ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

জেনিন শহরে একটি নিরাপত্তাচৌকিছবি: এএফপি ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে বুধবার ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত সংগঠন দ্য ডেনস অব লায়নসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এই তিনজন বন্দুকধারী ছিলেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

ইসরায়েলের সড়কে একের পর এক অতর্কিত হামলার পর ছয় মাস আগে পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী অভিযান জোরদার করে। বুধবার ইসরায়েলি পুলিশ বলেছে, হামলাকারী সন্দেহে দুই ফিলিস্তিনিকে গুলি করেছে তারা। ইসরায়েলি সেনারা কাছাকাছি হওয়ার পর ওই ফিলিস্তিনিরা গুলি ও বোমা ছুড়লে তাদের পাল্টা গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিস্তিন চিকিৎসকেরা বলছেন, এ ঘটনায় ৪০ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত সংগঠন দ্য ডেনস অব লায়নসও বলেছে, বুধবার তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের একজন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনীতে কাজ করতেন।

১৯৯০–এর দশক থেকে ইসরায়েলের সঙ্গে অন্তর্বর্তী চুক্তির আওতায় পশ্চিম তীরে সীমিত আকারে নিজেদের শাসনকার্য চালাচ্ছে পিএ। নিরাপত্তা জোরদারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পিএকে চাপ দিয়ে যাচ্ছে। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনা স্থবির হয়ে যাওয়ার পর পিএ অভিযোগ করেছে, ইসরায়েল তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছে।

দ্য ডেনস অব লায়নস বলছে, নিহত ব্যক্তিদের আরেকজন গত এপ্রিলে তেল আবিবে তিনজনকে গুলি করে হত্যাকারী ব্যক্তির ভাই। যেসব হামলার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল পশ্চিম তীরে অভিযান জোরদার করেছিল, তার একটি ছিল এটি।

বুধবার তৃতীয় একজন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হওয়ার কথা উল্লেখ করেছে ডেনস অব লায়নস। ইসরায়েলি পুলিশ বলছে, অন্য বন্দুকধারীদের সঙ্গে তাদের সেনাদের বন্দুকযুদ্ধ হয়েছে।

অপারেশন ব্রেকওয়াটার নামে ইসরায়েলের এ অভিযানে এ পর্যন্ত ৭০ জনের বেশি ফিলিস্তিনি বন্দুকধারী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া আলোচনা ২০১৪ সালে স্থবির হয়ে যায়। বেশ কয়েকটি এলাকায় বসতি সম্প্রসারণ করেছে ইসরায়েল। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে সহাবস্থানের বিরোধিতা করে থাকে।

আরও পড়ুন