ইরানে দুই নারী সাংবাদিককে প্রায় এক মাস কারাভোগ করতে হবে। ‘ষড়যন্ত্র ও যোগসাজশের’ অভিযোগে দেওয়া তিন বছরের স্থগিত সাজার অংশ হিসেবে তাঁরা এই কারাভোগ করবেন। গতকাল রোববার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সাংবাদিক নেগিন বাগেরি ও এলনাজ মোহাম্মাদি ঘোষিত সাজার চল্লিশ ভাগের একভাগ তথা এক মাসের কম সময় কারাভোগ করবেন। স্থানীয় সংস্কারপন্থী হাম মিহান পত্রিকাকে তাঁদের আইনজীবী আমির রাইসিয়ান এ কথা জানান।
এলনাজ হাম মিয়ান পত্রিকায়ই কর্মরত। আর বাগেরি কাজ করেন হাফত-ই সোবহ নামের একটি নিরপেক্ষ পত্রিকায়।
এই আইনজীবী আরও বলেন, বাকি সাজা পাঁচ বছর স্থগিত থাকবে। এ সময় তাঁদের পেশাগত নীতি-নৈতিকতা বিষয়ে একটি প্রশিক্ষণ নিতে হবে এবং দেশত্যাগ থেকে বিরত থাকতে হবে।
তবে সাজার বিরুদ্ধে আপিল করা যাবে কি না, এ বিষয়ে কিছু বলেননি রাইসিয়ান। এ ছাড়া এই দুই সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু ওই পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এলনাজের বোন এলাহিও হাম মিহান পত্রিকায় কাজ করতেন। পুলিশ হেফাজতে মারা যাওয়া মাসা আমিনির (২২) দাফন নিয়ে প্রতিবেদন করায় গত বছরের সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন এলাহি।