গাজায় আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল

ইসরায়েলি সেনাদের ছোড়া গোলায় জ্বলছে বড় একটি এলাকা। গাজার উত্তর সীমান্ত, ২৯ অক্টোবর
ছবি: এএফপি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের ব্যাপক লড়াই চলছে। এদিকে গাজায় রোববার আরও সেনা পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েল।

রোববার সন্ধ্যার পর হামাসের সামরিক শাখা আল–কাশেম ব্রিগেডস একটি বিবৃতি দিয়ে জানায়, ‘মেশিন গান ও ট্যাংক বিধ্বংসী অস্ত্র দিয়ে হানাদার ও দখলদার (ইসরায়েলি) সেনাদের সঙ্গে আমাদের যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ চলছে। গাজার উত্তর–পশ্চিমাঞ্চলীয় সীমান্তে এ সংঘর্ষ চলছে।’

এর আগে রোববার দেওয়া আরেকটি বিবৃতিতে হামাস জানায়, হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের দুটি ট্যাংকারে আগুন লেগেছে। তবে ইসরায়েল বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

২৩ দিন ধরে গাজায় নির্বিচার বোমা ও গোলাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এখন এর পাশপাশি গাজায় ঢুকে হামলা চালাচ্ছেন ইসরায়েলি সেনারা। রোববার সন্ধ্যায় গাজার উত্তর অংশে বোমা ও গোলাবর্ষণ করছিল ইসরায়েলি বাহিনী।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ইরেজ সীমান্তের অদূরে একটি সুড়ঙ্গ পেয়েছেন ইসরায়েলি সেনারা। সেখানে হামাসের অসংখ্য সদস্য রয়েছেন। সেনাদের হাতে অনেকেই হতাহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় আরও সেনা পাঠিয়েছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘গত রাতে গাজায় আমরা আরও সেনা পাঠিয়েছি। গাজায় আগে থেকে হামাসের সঙ্গে যুদ্ধরত সেনাদের সঙ্গে যোগা দিয়েছে তারা।’

গত শুক্রবার সন্ধ্যা থেকে ইসরায়েলের সাঁজোয়া ও পদাতিক বাহিনী গাজায় ঢুকে হামলা শুরু করে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সেদিন বলেন, ‘যুদ্ধের নতুন ধাপ শুরু হয়েছে।’