যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে হামাসের জবাব খতিয়ে দেখছে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুফাইল ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবের বিষয়ে হামাসের জবাব খতিয়ে দেখছে ইসরায়েল।

ইসরায়েলের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এই তথ্য জানানো হয়। এর আগে গতকালই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বিবৃতি দিয়ে বলে, যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবের বিষয়ে তারা তাদের জবাব মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে।

দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, তাঁরা চুক্তির সাধারণ কাঠামোর বিষয়ে হামাসের কাছ থেকে একটি জবাব পেয়েছেন। হামাসের জবাবে কিছু মন্তব্য আছে। তবে সাধারণভাবে হামাসের জবাবটি ইতিবাচক।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, হামাসের জবাব ইতিমধ্যে ইসরায়েলকে জানিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার তিনি ইসরায়েল সফর করবেন। সফরকালে তিনি বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

ব্লিঙ্কেন আরও বলেন, তাঁরা হামাসের জবাব গভীরভাবে পর্যালোচনা করছেন। যুদ্ধবিরতি চুক্তি করার জন্য তাঁরা যথাসম্ভব কঠোর পরিশ্রম করবেন।

হামাসের জবাব হাতে পেয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, জবাবের বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হচ্ছে।

হামাসের জবাবের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি।

তবে নেতানিয়াহু বলেন, তাঁরা পূর্ণ বিজয়ের পথে আছেন। তাঁরা থামবেন না। তাঁর সরকারের এই অবস্থান ইসরায়েলি জনগণের সিংহভাগ প্রতিনিধিত্ব করে।

চার মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপও বেড়ে চলছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সরকারি তথ্যের আলোকে এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলে হামাসের এ হামলায় প্রায় ১ হাজার ১৬০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক ছিলেন। ইসরায়েলে হামলা চালিয়ে হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে শতাধিক ব্যক্তিকে গত নভেম্বরের শেষের দিকের এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় ছেড়ে দেয় হামাস।

আরও পড়ুন

ইসরায়েল বলেছে, গাজায় এখনো ১৩২ জন জিম্মি রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চার মাস ধরে চলা ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৭ হাজার ৫৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।

আরও পড়ুন