বাগদাদে ৭ বছর আগের ভয়াবহ বোমা হামলার দায়ে ৩ জনের ফাঁসি

ফাঁসি
প্রতীকী ছবি

ইরাকের রাজধানী বাগদাদে সাত বছর আগের এক বোমা হামলার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বাগদাদে ২০১৬ সালের ওই হামলায় ৩২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছিল।

২০১৬ সালের ৩ জুলাই পবিত্র রমজান মাসে বাগদাদের মানুষ আসন্ন ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিল। চলছিল কেনাকাটা। বাগদাদের কাররাদা শপিং এলাকায় হঠাৎ শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ হয়। এতে প্রাণ যায় অন্তত ৩২৩ জনের।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের জোড়া ভবনে হামলার পর বাগদাদের ওই বোমা হামলার ঘটনা ছিল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলাগুলোর একটি। ইরাকের ইতিহাসেও এটা সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা।

ওই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। এ সময় তিনি বলেন, ২০১৬ সালের বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া তিনজন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড যথাযথভাবে কার্যকর করা হয়েছে।

বাগদাদের উত্তর ও পশ্চিমাঞ্চল ২০১৪ সালে দখলে নিয়েছিল আইএস। তবে কাররাদায় সন্ত্রাসী হামলার সময়টায় ইরাকের বাহিনী অনেক এলাকায় নিয়ন্ত্রণ নেয়। এর জবাবে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা চালিয়ে প্রতিশোধ নেয় আইএস। প্রাণ নেয় বেসামরিক লোকজনের।

পুরো সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের সেনাদের সহায়তায় আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় ইরাক। ২০১৭ সালের শেষের দিকে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে ইরাক সরকার।

২০২১ সালের অক্টোবরে ইরাক সরকার জানায়, দেশের বাইরে থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি ২০১৬ সালের কাররাদা হামলার মূল হোতা। তাঁর নাম ঘাজওয়ান আলঝাওবায়ি। এখন ইরাকের সরকারি সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিনজনের একজন এই ব্যক্তি।

তবে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিন ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্র জানিয়েছে, গত রোববার রাত কিংবা গতকাল ভোরে ফাঁসিতে ঝুলিয়ে এই তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য, ইরাকে গত বছর ১১ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই সঙ্গে একই সময়ে ৪১ জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন দেশটির আদালত।