ফিলিস্তিনিরা কখনো গাজা ছাড়বে না: হামাসপ্রধান

হামাসের প্রধান ইসমাইল হানিয়া
ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালানো ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। গাজার উত্তরাঞ্চল ছেড়ে বাসিন্দাদের দক্ষিণে যেতে ইসরায়েল সময়সীমা বেঁধে দিলেও বাসিন্দারা সে নির্দেশ মানছেন না বলে দাবি করেছেন তিনি।

শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসমাইল হানিয়া বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সরকার ও ইউরোপের কয়েকটি দেশকে নিয়ে আমাদের শত্রু (ইসরায়েল) এসব (গণহত্যা) করছে।’

ইসরায়েলের সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি উল্লেখ করে হামাসপ্রধান বলেন, ‘গাজার মানুষ তাঁদের নিজেদের ভূমিতেই আছেন। তাঁরা কখনো গাজা ছাড়বেন না বা অন্য কোথাও পালিয়ে যাবেন না।’

ইসমাইল হানিয়া বলেন, ‘আমি গাজার মানুষকে সালাম জানাই, যাঁরা প্রতিনিয়ত একটি ইহুদি রাষ্ট্রের পাশবিক নির্যাতন ও জুলুমের শিকার হচ্ছেন। তাঁরা তাঁদের মাতৃভূমির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইসরায়েল সব সময় করলেও হামাস কখনোই সাধারণ মানুষকে নিশানা করে কিছু করে না দাবি করে ইসমাইল হানিয়া বলেন, ‘হামাস একটি স্বাধীনতা আন্দোলনের নাম— যারা এসব নীতি মেনে চলে।’

হামাস গত শনিবার ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টাহামলা শুরু করে ইসরায়েল। এতে দুই পক্ষে প্রায় তিন হাজার প্রাণহানি হয়েছে। এদিকে স্থলপথে হামলা চালাতে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা উপত্যকার দক্ষিণ দিকে যেতে সময়সীমা বেঁধে দিয়েছে ইসরায়েল।