দুই দিনে ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

গাজায় ইসরায়েলি সেনার হামলায় নিহত ফিলিস্তিনির দাফনকালে এক স্বজনের আহাজারি। গতকাল খান ইউনিসে
ছবি: এএফপি

ফিলিস্তিনের পশ্চিম তীরে এক অভিযানে গতকাল বুধবার ১৯ বছরের এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আল-আখস নামে ওই তরুণকে জেরিকো শহরের কাছে আকাবাত জাবের শরণার্থীশিবিরে এক অভিযানের সময় ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেন। এ নিয়ে গত দুই দিনে পশ্চিম তীর ও গাজায় ৫ ফিলিস্তিনিকে হত্যা করলেন ইসরায়েলি সেনারা। এর আগে গত মঙ্গলবার পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এর মধ্যে দখলকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থীশিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে হত্যা করে। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক ঘটনায় অন্য একজন ফিলিস্তিনিকে হত্যা করেন ইসরায়েলি সেনারা।