পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি নিহত, আল-আকসায় কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী

বালাতা শরণার্থীশিবিরে নিহত ফিলিস্তিনিদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন
ছবি: এএফপি

পশ্চিম তীরের ইসরায়েল অধিকৃত নাবলুস শহরের বালাতা শরণার্থীশিবিরে গতকাল রোববার রাতভর সেনাবাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ পার্টির সশস্ত্র শাখা এমন দাবি করেছে।

আজ সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন—মুহাম্মদ আবু জয়তুন (৩২), ফাথি আবু রিযক (৩০) ও আবদুল্লাহ আবু হামদান (২৪)।

এ ব্যাপারে জানতে এএফপির পক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে মন্তব্য জানা যায়নি।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ পার্টির সশস্ত্র শাখা আল-আকসা মারটায়ারস ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, নিহত ব্যক্তিদের তিনজনই তাদের দলের যোদ্ধা।

গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির এক সপ্তাহের মাথায় নতুন এ প্রাণহানির ঘটনা ঘটল। ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের মধ্যে পাঁচ দিনের আন্তসীমান্ত সংঘাতের পর এ যুদ্ধবিরতি হয়েছিল।

চলতি বছরের শুরু থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে কমপক্ষে ১৫৩ ফিলিস্তিনি, ২০ ইসরায়েলি, ১ ইউক্রেনীয় ও ১ ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েল-ফিলিস্তিন দুই পক্ষের সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এএফপি এ পরিসংখ্যান তৈরি করেছে।

আল-আকসায় কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী

চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির গতকাল আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। কট্টরপন্থী বেন গভির ও হাজারো ইহুদি জাতীয়তাবাদী মিলে ওল্ড সিটিতে মিছিল করার তিন দিনের মাথায় তিনি মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনে যান।

এক টেলিগ্রাম পোস্টে বেন গভির লেখেন, ‘জেরুজালেম আমাদের আত্মা।’ ওই টেলিগ্রাম পোস্টের সঙ্গে ওল্ড সিটির প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে তোলা একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি। সে পোস্টে বেন গভির আরও লেখেন, ‘হামাসের হুমকি আমাদের টলাতে পারবে না। আমি টেম্পল মাউন্টে গিয়েছিলাম।’

আল-আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত।

বেন গভিরের এ সফর নিয়ে উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘পবিত্র স্থানটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। এর পবিত্রতার প্রতি সম্মান বজায় রাখতে আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসও বেন গভিরের আল-আকসা সফরের নিন্দা জানিয়েছে। এর আগে সবশেষ গত জানুয়ারিতে বেন গভির আল-আকসা সফর করেছিলেন। তখনো হামাস নিন্দা জানিয়েছিল।