ইসরায়েলে হামাসের হামলায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক হতাহতের খবর

গাজা থেকে ইসরায়েলে রকেট ছোড়ে হামাস
ছবি: রয়টার্স

ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন নাগরিক নিখোঁজ রয়েছেন। কেউ কেউ মারা গেছেন বলেও খবর পাওয়া গেছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক হতাহতের ঘটনা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল শনিবার সকালে ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে এখন পর্যন্ত ছয় শতাধিক ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ৩৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গতকালের হামলার পর ২৩ বছর বয়সী যুক্তরাষ্ট্রের নাগরিক গোল্ডবার্গ পলিন নিখোঁজ রয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন তাঁর বাবা জনাথন। হামলার সময় পলিন একটি উন্মুক্ত সংগীত অনুষ্ঠান উপভোগ করছিলেন।

গোল্ডবার্গ পলিনের জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। জনাথন বলেন, হামলার সময় মা-বাবার মুঠোফোনে ‘আমি তোমাকে ভালোবাসি’ ও ‘সরি’ লিখে বার্তা পাঠিয়েছিলেন পলিন।

আরও পড়ুন

গত এপ্রিলে মিলিটারি সার্ভিস শেষ করে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরিতে যোগ দেন গোল্ডবার্গ পলিন। সাত বছর বয়স থেকে তিনি ইসরায়েলে বসবাস করছেন। পলিনের বাবা জনাথন বলেন, ‘আমরা তাকে সুস্থ অবস্থায় বাড়িতে দেখতে চাই।’

আরও পড়ুন

হামলায় যুক্তরাষ্ট্রের নাগরিক হতাহতের ঘটনা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি সিএনএনকে বলেন, ‘বেশ কয়েকজন আমেরিকান মারা গেছেন বলে আমরা খবর পেয়েছি। তবে এই তথ্য সঠিক কি না, তা যাচাই করে দেখছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিক নিখোঁজ হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। আমরা সেসব খবরও যাচাই করছি।’