পবিত্র কোরআন অবমাননার দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর
পবিত্র কোরআন অবমাননা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে অবমাননার দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ সোমবার সকালে এই শাস্তি কার্যকর করা হয় বলে জানায় বিচার বিভাগ।
বিচার বিভাগীয় খবর প্রকাশকারী মিজান অনলাইনের ওয়েবসাইটের (the judiciary's Mizan Online website reported.) খবরে বলা হয়, দণ্ডিত দুজন হলেন সদরুল্লাহ ফজলে জরি এবং ইউসুফ মেহরদাদ। মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর কথা বলা ও পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে তাঁদের সাজা হয়েছিল। আজ সকালে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
মিজানের খবরে বলা হয়, ২০২১ সালের মার্চে এই দুজনের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অ্যাকাউন্টে অবমাননাকর মন্তব্য প্রকাশ করার কথা স্বীকার করেছিলেন।
ইরানের বাইরের অধিকার গোষ্ঠীগুলো এই ধরনের স্বীকারোক্তিগুলোর নিন্দা জানিয়ে আসছে। তাদের ভাষ্য, প্রায়ই চাপ প্রয়োগ ‘জোর করে’ এসব স্বীকারোক্তি আদায় করা হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, চীন ছাড়া অন্য যেকোনো দেশের তুলনায় প্রতিবছরে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।
গত এপ্রিল মাসে দুটি অধিকার গ্রুপ জানায়, দেশটি আগের বছরের তুলনায় ২০২২ সালে ৭৫ শতাংশ বেশি মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে।
নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এবং প্যারিসভিত্তিক টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি এক যৌথ বিবৃতিতে জানায়, গত বছর ইরান অন্তত ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ। ২০২১ সালে ৩৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।