গাজার শুজাইয়াতে ইসরায়েলি অভিযান, পালাল ৬০ থেকে ৮০ হাজার বাসিন্দা
গাজা উপত্যকায় গত সোমবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩১ জন। জাতিসংঘের জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) এমন তথ্য জানিয়েছে।
ওসিএইচএ-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বৃহস্পতিবার গাজার শুজাইয়া এলাকায় স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে গাজা শহরের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ৬০ হাজার থেকে ৮০ হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে।
সাধারণ জনগণকে অবিলম্বে শুজাইয়া এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরু পর থেকে এ পর্যন্ত উপত্যকাটির ৭৮ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধ শুরুর আগে গাজায় ২৩ লাখ মানুষের বসবাস ছিল।
ওসিএইচএ-এর প্রতিবেদনে আরও বলা হয়, ১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত উত্তরাঞ্চলীয় গাজায় ১০১টি মানবিক সহায়তা কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছিল তারা। তবে ইসরায়েলি বাহিনী তাদের মাত্র ৪৯টি কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। ওই হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। হামাসের হামলার জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৩৭ হাজার ৭৬৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮৬ হাজার ৪২৯ জন।