নেতানিয়াহুর হুঙ্কার, হামাস সদস্যদের ধরতে প্রতিটি স্থানে যাবে ইসরায়েলি সেনারা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি সংগঠন হামাসের সদস্যরা যেখানেই থাকুন না কেন, ইসরায়েলের সেনারা সেখানে পৌছে যাবে। সেখানে গিয়ে হামাস সদস্যদের খুঁজে বের করে প্রতিহত করা হবে।
ফিলিস্তিনি–ইসরায়েল ‘সর্বাত্মক যুদ্ধের’ পরিপ্রেক্ষিতে শনিবার দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তৃতায় নেতানিয়াহু একথা বলেন। ইসরায়েলের টেলিভিশনে তাঁর এ বক্তৃতা সম্প্রচার করা হয়।
নেতানিয়াহু আরও বলেন, ‘আজ যা ঘটেছে, ইসরায়েলে এমনটা আগে ঘটেনি। তবে আমি এটা নিশ্চিত করতে চাই যে, এমনটা আর কখনোই ঘটবে না।’
হামাসের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে নেতানিয়াহু বলেন, ‘যেখানেই লুকিয়ে থাকুক না কেন, হামাস সদস্যদের খুঁজে বের করে প্রতিহত করা হবে।’ এ কারণে তিনি গাজাবাসীকে ‘সেসব জায়গা’ থেকে সরে যেতে বলেছেন।
হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়ে নেতানিয়াহু বলেন, ‘তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হামাসের। যদি কেউ বন্দীদের ক্ষতি করার চেষ্টা করে তবে ইসরায়েল কড়া জবাব দেবে।’
ফিলিস্তিনি সংগঠন হামাস শনিবার সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালায়। এর পর নির্বিচারে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় অন্তত ২৫০ ইসরায়েলি এবং গাজায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত দুই হাজারের বেশি মানুষ।
ইসরায়েলের কাছে হামাসের এমন হামলা ছিল অনেকটা অপ্রত্যাশিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গাজা সীমান্ত সংলগ্ন ২২টি এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে।