যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে আরও ৩০ ফিলিস্তিনি ও ১০ ইসরায়েলি মুক্ত

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে আসা ব্যক্তিদের স্বাগত জানাতে জড়ো হন ফিলিস্তিনিরা। পশ্চিম তীরের রামাল্লায়
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ষষ্ঠ দিন ছিল গতকাল বুধবার। এদিন রাতে আরও ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ছেড়ে দিয়েছে ১০ ইসরায়েলি জিম্মিকে।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। প্রথম দফা শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়াতে একমত হয় বিবদমান দুই পক্ষ। এরপর গত মঙ্গলবার শুরু হয় আরও দুই দিনের যুদ্ধবিরতি।

চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা বুধবার। তবে এর আগেই কাতার ও মিসরের মধ্যস্থতায় মেয়াদ আরও বাড়ানোর আলোচনা শুরু হয়েছে। তবে এর অগ্রগতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন

এ পরিস্থিতিতে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কয়েকটি কারাগার থেকে ৩০ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে ২১০ জনে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুক্ত হওয়া ৩০ ফিলিস্তিনির মধ্যে ১৪ নারী, অন্য ১৬ জন অপ্রাপ্তবয়স্ক।

অন্যদিকে হামাসের পক্ষ থেকে মুক্ত করে দেওয়া ১০ জন ইসরায়েলে পৌঁছেছেন। তাঁদের মধ্যে ৫ নারী, ৩ শিশু ও ১৮ বছরের ১ তরুণ রয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন:

যুদ্ধবিরতির প্রথম ৪ দিনে ১৫০ ফিলিস্তিনি বন্দী মুক্ত, গ্রেপ্তার ১৩৩

আরও পড়ুন