বিচারব্যবস্থা সংস্কারে নেতানিয়াহু সরকারের উদ্যোগের প্রতিবাদে দেশটিতে গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে
ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী কার্যালয় এ কথা জানিয়েছে। নেতানিয়াহু সরকারের নেওয়া ‘বিচারব্যবস্থা সংস্কারের’ উদ্যোগের বিরুদ্ধে কথা বলার পরদিন রোববার গ্যালান্টকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

বিচারব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে চলতি সপ্তাহে নেতানিয়াহু এগিয়ে যাবেন, প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে সেই ইঙ্গিতই মিলছে।

বিচারব্যবস্থা সংস্কারে নেতানিয়াহু সরকারের উদ্যোগের প্রতিবাদে দেশটিতে গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই পদক্ষেপে সামরিক বাহিনী ও ব্যবসায়ী নেতৃত্বও ক্ষুব্ধ হয়েছেন। উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের মিত্র দেশগুলো।

নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির জ্যেষ্ঠ সদস্য গ্যালান্ট। দলের নেতৃস্থানীয়দের মধ্যে তিনিই প্রথম শনিবার বিচারব্যবস্থা ঢেলে সাজাতে নেওয়া আইনি উদ্যোগ স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন।

আরও পড়ুন

ইসরায়েলে ইতিহাসের অন্যতম বড় বিক্ষোভ

বিচারব্যবস্থা সংস্কারের আইনটি চলতি সপ্তাহে পার্লামেন্টে পাস করতে চাচ্ছে নেতানিয়াহু সরকার। এই আইনের মূল দিকটি হলো— সব ধরনের বিচারিক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা পাবে উগ্র-ডানপন্থী ক্ষমতাসীন জোট।

সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে অস্থিরতার কথা উল্লেখ করে গ্যালান্ট বিতর্কিত আইনটি পাসের প্রক্রিয়া আগামী মাসে স্বাধীনতা দিবসের ছুটির পর পর্যন্ত স্থগিত রাখার আহ্বান জানান। এরপরই এক দিনেরও কম সময়ের মধ্যে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট
ছবি: রয়টার্স

গ্যালান্ট বারবারই সমাজে বিভক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। তাঁর মতে, এতে সামরিক বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত হবে এবং এই অঞ্চলে ইসরায়েলের শত্রুদের উৎসাহিত করবে। তিনি বলেন, ‘আমি দেখছি, কীভাবে আমাদের শক্তির উৎস ক্ষয় হয়ে যাচ্ছে।’

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করায় সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। অন্যদিকে, নেতানিয়াহুর সিদ্ধান্তের প্রতিবাদে তেলআবিবে সামরিক বাহিনীর সদরদপ্তরের সামনে স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ডাক দিয়েছে কয়েকটি সংগঠন।