লেবানন সীমান্তে সংঘর্ষে নিহত ইসরায়েলি ডেপুটি কমান্ডারের পরিচয় জানা গেল

লেবানন সীমান্তসংলগ্ন এলাকায় ইসরায়েলের ট্যাঙ্ক অবস্থান নিয়েছে। হামাসের হামলা শুরুর পর লেবাননের উত্তর থেকে হিজবুল্লাহ বাহিনীর সদস্যরাও হামলা করেছে
ছবি: রয়টার্স

ইসরায়েল সীমান্তের কাছে লেবাননের সঙ্গে সংঘর্ষে নিহত দেশটির ডেপুটি কমান্ডারের পরিচয় জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলছে, নিহত ওই কমান্ডারের নাম লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদাল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদাল্লাহ ইসরায়েলি বাহিনীর ৩০০ ব্রিগেডের ডেপুটি কমান্ডার। তিনি ইসরায়েলের ইয়ানাহ-জাত গ্রামের দ্রুজ এলাকায় দায়িত্বে নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন

গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৯০০ ইসরায়েলি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে গাজায় প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উভয় পক্ষে আহত হয়েছেন হাজারো ব্যক্তি।

গত রোববার লেবাননের সামরিক-রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী শত্রু ইসরায়েল অধিকৃত লেবাননের শেবা খামারের তিনটি অবস্থানে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ হামলায় বিপুলসংখ্যক আর্টিলারি শেল ও গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন