সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৩৪
সিরিয়ার ইদলিব অঞ্চলে রুশ বাহিনীর বিমান হামলায় ৩৪ বিদ্রোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের বেশি। গত শনিবার এ হামলা হয়েছে।
সিরিয়ায় রুশ সমন্বয় কেন্দ্রের উপপ্রধান ভাদিম কুলিতের বরাত দিয়ে গতকাল রোববার রাতে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য নিশ্চিত করেছে।
ভাদিম কুলিত বলেন, ‘ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি সেনাদের ওপর গোলা হামলা চালানো অবৈধ সশস্ত্রগোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে রাশিয়ার বিমানবাহিনী হামলা চালিয়েছে।’
রুশ এই কর্মকর্তা দাবি করেন, ২৪ ঘণ্টায় সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে সাতবার হামলা চালানো হয়েছে।
তবে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
সিরিয়ার ইদলিব ও আলোপ্পোর সরকারনিয়ন্ত্রিত এলাকাগুলোয় হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে সিরীয় সেনাবাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত বেসামরিক এলাকাগুলোয় নির্বিচারে হামলা চালানোর খবরও অস্বীকার করেছে তারা।
সিরিয়ার সরকারবিরোধীরা বলেছেন, বিশ্বের মনোযোগ এখন গাজার সংঘাতের দিকে। মস্কো ও দামেস্ক এর সুযোগ নিচ্ছে এবং উত্তেজনা ছড়াচ্ছে।
ভাদিম কুলিত আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করছে রাশিয়া বারবার অভিযোগ করে আসছে। নতুন করে সে অভিযোগ তুলে রুশ এই কর্মকর্তা বলেন, রুশ পক্ষের সঙ্গে সমন্বয় না করেই বেশ কিছু বিমান ও ড্রোন ওড়ানো হচ্ছে।
এর আগে রয়টার্সকে একটি সূত্র জানায়, সিরিয়ায় ইরানসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দুই দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।