আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েতে ঈদ কবে

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ঈদের তারিখ ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ঈদ কবে জানিয়েছে। সৌদি আরব ও অস্ট্রেলিয়াতেও ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। জেনে নেওয়া যাক কোন দেশে কবে ঈদ।

সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে। দেশটির চাঁদ দেখা কমিটি বলছে, মঙ্গলবার (৯ এপ্রিল) শেষ রোজা হবে। দেশটির বিচারমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নোয়ামি বলেছেন, চাঁদ দেখা কমিটির শরিয়াহ পদ্ধতি ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে গতকাল সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে মঙ্গলবার শেষ রোজা ও বুধবার ঈদ উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

কাতার

কাতার ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটি বলেছে ৯ এপ্রিল শেষ রোজা হবে। পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল বুধবার।

বাহরাইন

বাহরাইন ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করবে।

কুয়েত

কুয়েতও একই ঘোষণা দিয়েছে। ৯ এপ্রিল রমজানের শেষ দিন ও ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলেছে দেশটি।

এ ছাড়া সৌদি আরব ও অস্ট্রেলিয়া ঈদের তারিখ ঘোষণা করেছে। দুই দেশেই বুধবার ১০ এপ্রিল ঈদ উদ্‌যাপিত হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে বৃহস্পতিবার ঈদ উদ্‌যাপন করবে বাংলাদেশের মানুষ।