গাজায় ৪ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনের গাজায় চারজন সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল শুক্রবার তারা এ ঘোষণা দিয়েছে। এ নিয়ে গাজা যুদ্ধে ৪ শতাধিক সেনা হারালো ইসরায়েল।
অপরদিকে গাজার জরুরি পরিষেবা বিভাগ ‘সিভিল ডিফেন্স’ জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি হামলায় গোটা অঞ্চলজুড়ে ৩৮ জন নিহত হয়েছে। এর ফলে ফিলিস্তিনিরা পরপর দ্বিতীয় বছরের মতো যুদ্ধের ছায়ায় ঈদুল আজহা উদযাপন করতে বাধ্য হয়েছেন। এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী সৈন্যদের মৃত্যুর কথা জানালো।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, খান ইউনিস এলাকায় হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালানোর সময় চার সেনা নিহত হয়েছেন। শুক্রবার ভোর ছয়টার দিকে অভিযান চলাকালে একটি বিস্ফোরণ হয়, ফলে ওই ভবনটির একাংশ ধসে পড়ে। এতে পাঁচজন সৈন্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এদিকে হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদার নামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘খান ইউনিসে আজ (শুক্রবার) দখলদার বাহিনীর (ইসরায়েল) যে ক্ষতি হয়েছে, তা স্পষ্ট করে দেয় যে তারা যেখানে থাকবে সেখানেই তাদের কী ধরনের প্রতিরোধের মুখোমুখি হতে হবে।’
বিবৃতিতে ইসরায়েলি জনগণের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। অন্যথায় তাদের আরও সন্তানের কফিন গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া স্থল অভিযানের পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২৯-এ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত সৈন্যদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন তারা ‘আমাদের সবার নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’