গাজায় আল শিফা হাসপাতালে ১৩ দিনের ইসরায়েলি অভিযানে ৪০০ নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল শিফা হাসপাতাল প্রাঙ্গণফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল শিফা হাসপাতাল ঘিরে ইসরায়েলি বাহিনীর ১৩ দিনের অভিযানে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার তথ্য দপ্তর আজ রোববার একথা জানিয়েছে।  

বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে রোগী, চিকিৎসাকর্মী এবং যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষ রয়েছেন।

ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের জ্যেষ্ঠ সন্ত্রাসীরা হাসপাতালটি ব্যবহার করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হাসপাতাল এলাকায় বিমান হামলা হয়েছে। চলেছে স্থল অভিযানও।

আরও পড়ুন

আল শিফা গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল। গত বছরের নভেম্বরেও ইসরায়েলি সেনাবাহিনী ওই হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালিয়েছিল। এ নিয়ে তখন আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষোভ জানিয়েছিল।

চলমান যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া কয়েক হাজার ফিলিস্তিনি ওই হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন