গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে: লুলা দা সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা
ফাইল ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নয়, গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার সাধারণ মানুষকে হত্যা করছে তারা। এটা যদি গণহত্যা না হয়, তাহলে গণহত্যার সংজ্ঞা হয়তো অন্য কিছু। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা প্রসঙ্গে এ মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

গতকাল শনিবার লুলা দা সিলভা নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ইসরায়েল গাজায় যা করছে, সেটা যুদ্ধ নয়, গণহত্যা। তারা নির্বিচার নারী ও শিশুদের হত্যা করছে।

সম্প্রতি এক আয়োজনে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ইহুদিনিধনের (হলোকাস্ট) সঙ্গে গাজায় চলমান হত্যাযজ্ঞের তুলনা করে বক্তব্য দেন লুলা দা সিলভা। এ নিয়ে ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এর মধ্যে এবার নতুন করে এই মন্তব্য করলেন তিনি।

গাজায় ইসরায়েলের হামলা প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘এটা স্পষ্টই গণহত্যা। হাজার হাজার শিশু নিহত হচ্ছে। আরও হাজার হাজার নিখোঁজ। সেখানে সৈন্যরা নয়, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। মূলত নারী ও শিশু। এটা যদি গণহত্যা না হয়, তাহলে হয়তো আমি জানি না গণহত্যা আসলে কী!’

এর আগে গত রোববার গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞকে হিটলারের জার্মানি যেভাবে ইহুদি নিধন করেছিল, ইসরায়েলও সেভাবে ফিলিস্তিনিদের নিধন করছে বলে মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

লুলা দা সিলভার এ মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। ইসরায়েলে লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তেল আবিবে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করে লুলার এমন মন্তব্যের জন্য ব্রাজিলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় ইসরায়েল।