বাগদাদে সড়কের পাশে বিদ্যুচ্চালিত একটি বিজ্ঞাপনী পর্দা
ছবি: এএফপি, ফাইল ছবি

সড়কের পাশে বিদ্যুচ্চালিত একটি বড় পর্দায় (ডিজিটাল বিল বোর্ড) বিজ্ঞাপন প্রচার হচ্ছিল। হঠাৎই সেখানে ভেসে উঠল একটি একটি পর্নো চলচ্চিত্রের দৃশ্য। ইরাকের রাজধানী বাগদাদে গুরুত্বপূর্ণ একটি সড়কের ব্যস্ত এলাকায় এমনটা দেখা গেছে। এরপরই দ্রুত সেই পর্দায় বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।

ইরাকের কর্মকর্তারা বলছেন, এক হ্যাকার এমন কাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনার পর গতকাল রোববার বাগদাদের বিজ্ঞাপন প্রচারের জন্য নির্মিত সব বিদ্যুচ্চালিত পর্দা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ বলেছে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ওই সন্দেহভাজন ব্যক্তি একজন টেকনিশিয়ান। সড়কের পাশে বিদ্যুচ্চালিত বিজ্ঞাপনী পর্দাগুলো পরিচালনার দায়িত্বে থাকা একটি কোম্পানির সঙ্গে ওই টেকনিশিয়ানের আর্থিক বিষয়ে বিরোধ ছিল। ওই কোম্পানির ওপর প্রতিশেধো নিতে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন ওই সন্দেহভাজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র এএফপিকে বলেছে, গত শনিবার ওই হ্যাকার কয়েক মিনিট ধরে পর্দায় একটি পর্নো চলচ্চিত্র চালিয়েছে। পরে এর বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

ওই কর্মকর্তা বলেছেন, পর্দায় এসব অনৈতিক দৃশ্য ভেসে ওঠার পর কর্তৃপক্ষ দ্রুত বাগদাদে সব বিজ্ঞাপনী পর্দা বন্ধ করে দিয়েছে। নিরাপত্তার বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

বাগদাদে সড়কের পাশে থাকা বিদ্যুচ্চালিত পর্দাগুলোতে সাধারণত পণ্য কিংবা রাজনীতিবিদদের বিজ্ঞাপন প্রচার হয়ে থাকে। গতকাল সকালে এগুলো বন্ধ করে দেওয়া হয়।