ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহ্বান সৌদি বাদশাহর

সৌদি আরবের বাদশাহ সালমানফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের জনগণের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। গতকাল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি।

সৌদি আরবের বাদশাহ নিরাপদ ত্রাণ করিডরের ব্যবস্থা করে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নিরাপদে বসবাসসহ সব ধরনের বৈধ অধিকার দিয়ে তাদের দুর্ভোগ অবসানের আহ্বান জানান।

বাদশাহ সালমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করেন। বাদশাহর পক্ষে সৌদির সম্প্রচারমন্ত্রী সালমান আল-দোসারি ভাষণটি পৌঁছে দেন।