মিসরে বন্দুক হামলায় দুই ইসরায়েলি পর্যটক নিহত

গুলি
প্রতীকী ছবি: রয়টার্স

মিসরের আলেকজান্দ্রিয়া শহরে বন্দুক হামলায় দুই ইসরায়েলি পর্যটক ও তাঁদের ট্যুর গাইড নিহত হয়েছেন। আজ রোববার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও ইসরায়েলি কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, মিসরের এক পুলিশ কর্মকর্তা আলেকজান্দ্রিয়ায় একদল ইসরায়েলি পর্যটককে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনজন নিহত হন। অভিযুক্ত কর্মকর্তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় টেলিভিশন এক্সট্রা নিউজ নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বলেছে, গুলির ঘটনায় একজন আহত হয়েছেন। মিসরে ইসরায়েলিদের ওপর এমন আক্রমণের ঘটনা গত কয়েক দশকেও ঘটেনি।

এ হামলা নিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আজ সকালে আলেকজান্দ্রিয়া সফর করার সময় একদল ইসরায়েলির ওপর হামলা হয়েছে। স্থানীয় একজন তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিতে ইসরায়েলের দুজন নাগরিক ও তাঁদের এক মিসরীয় ট্যুর গাইড নিহত হয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আলেকজান্দ্রিয়ায় গুলির এই ঘটনায় একজন আহত হয়েছেন। তিনিও ইসরায়েলের নাগরিক। আহত ব্যক্তির শারীরিক অবস্থা ততটা গুরুতর নয়।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হামাস গতকাল শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এরপর ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে। এতে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। সংঘাতে কমপক্ষে ৩১৩ ফিলিস্তিনি এবং ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

মিসরে ইসরায়েলিদের ওপর হামলার সঙ্গে এই ঘটনার সংশ্লিষ্টতা আছে কি না, তা জানা যায়নি।