ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ

ইসরায়েলের বোমা হামলায় গুঁড়িয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে উদ্ধারের পর হাসপাতালের দিকে ছুটছেন এক ফিলিস্তিনি। দেইর আল–বালাহ, গাজা উপত্যকা ১৫ অক্টোবর, ২০২৩
ছবি: এএফপি

ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের নবম দিনে এসে দুই পক্ষে নিহত ব্যক্তির সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এখন ফিলিস্তিনের গাজায় হামাস সদস্যদের বিরুদ্ধে বিমান হামলার পাশাপাশি স্থল ও নৌ হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে কয়েক লাখ সেনা সমাবেশ ঘটিয়েছে তারা। এই পরিস্থিতিতে এই সংঘাত এবং এটা ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতার সর্বশেষ খবরগুলো তুলে ধরা হলো:

● স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে গাজা সীমান্তে অবস্থান নিয়েছে কয়েক লাখ ইসরায়েলি সেনা। তাদের স্থল অভিযানের হুমকির মুখে গাজার উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণের দিকে পালাচ্ছেন বাসিন্দারা।

● গাজায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত ২ হাজার ৩২৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। ২০১৪ সালে ৫১ দিনের যুদ্ধে ফিলিস্তিনে যত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল, তার চেয়ে বেশি মানুষকে এই আট দিনে হত্যা করেছে ইসরায়েল।

● ইসরায়েলে হামাসের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। আর ইসরায়েল থেকে ১২৬ জনকে ধরে এনে গাজায় জিম্মি করেছেন হামাস যোদ্ধারা।

● ফিলিস্তিনের পশ্চিম তীরের অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।

● লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে এক ইসরায়েলি নিহত ও দুজন আহত হয়েছেন।

● লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই হামলা চালানোর পর দেশটির সীমান্তবর্তী চার কিলোমিটার এলাকায় লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

● ইসরায়েল–লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হামাস বলেছে, তাদের তিন যোদ্ধা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকেছিলেন এবং পরে তাঁরা নিহত হয়েছেন।

● যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রিয়াদে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে ইসরায়েল ও হামাসের সংঘাত নিয়ে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে।

● কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।