গাজায় নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি ভুল বললেন বাইডেন

বেনিয়ামিন নেতানিয়াহু ও  জো বাইডেনছবি: রয়টার্স ফাইল ছবি

গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গিকে ভুল বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বাইডেন গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করেন।  

মার্কিন-স্প্যানিশ ভাষার টিভি নেটওয়ার্ক ইউনিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমি মনে করি, তিনি যা করছেন, তা ভুল। আমি তাঁর দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নই।’

বাইডেন এর আগেও গাজায় ইসরায়েলের বোমা হামলা নির্বিচার বলে সমালোচনা করেছেন।

হোয়াইট হাউস গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বাইডেন ইসরায়েলকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দেন। ত্রাণকর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষিত রাখতে সুনির্দিষ্ট পদক্ষেপ ইসরায়েলকে জানাতে বলেন বাইডেন। ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর এমন কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমি ইসরায়েলকে যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানাই। এই যুদ্ধবিরতির অধীন আগামী ছয় বা আট সপ্তাহে খাদ্য ও ওষুধ ঢোকার অনুমতি পাবে।’

আরও পড়ুন

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে বিশ্বজুড়েই নিন্দার ঝড় উঠেছে। বাইডেনও নিজে দেশে সমালোচনার সম্মুখীন হচ্ছেন। যুদ্ধবিরোধী কর্মী, মুসলিম ও আরব দেশগুলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন। এই হিসাব ইসরায়েলের। অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের হামলায় ৩৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হিসাব দিয়েছে।

আরও পড়ুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলের ঢাল হিসেবে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধ ইস্যুতে খসড়া তিনটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে নিরাপত্তা পরিষদের বৈঠকে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি আনা হলে যুক্তরাষ্ট্র অনুপস্থিত ছিল।