ইসরায়েলে এক উৎসবেই নিহত ২৫০

ইসরায়েলি বিমান হামলায় জ্বলছে গাজা উপত্যকাছবি: এপি

ফিলিস্তিনের গাজার প্রতিরোধ সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে একটি সংগীত উৎসবে অংশ নেওয়া আড়াই শতাধিক মানুষ রয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তাঁরা ইসরায়েলের সুপারনোভা সংগীত উৎসবস্থলে আড়াই শতাধিক মানুষের মরদেহ পেয়েছেন। গত শনিবার সকালে হামাস প্রথম যে কয়টা স্থানে হামলা করে, তার মধ্যে এটি অন্যতম।

একজন জার্মান নারী দাবি করেছেন, তাঁর ধারণা, সুপারনোভা উৎসবে যোগ দেওয়া তাঁর মেয়েকে হামাস যোদ্ধারা অপহরণ করে নিয়ে গেছেন।

আরও কয়েকটি দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বেশ কয়েকজন নাগরিক হামলার শিকার হয়েছেন।

এদিকে ইসরায়েলের হামলার পর থেকে আহত মানুষের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার হাসপাতালগুলো। এমন দৃশ্যই উঠে এসেছে বিবিসির পর্যবেক্ষণে।

আরও পড়ুন