গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত বেড়ে ২৭
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। তাঁদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৬ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাতে গাজা থেকে আল-জাজিরার সাংবাদিক ইউমনা আল-সায়েদ এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইসলায়েলি হামলায় নিহত হয়েছেন ২৪ জন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৬৪ জন।
স্থানীয় সময় গত সোমবার গভীর রাত থেকে গাজায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের (পিআইজে) আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
পিআইজে বলেছে, ইসরায়েলি হামলায় তাদের তিন নেতা, জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক উজ আল-দীন নিহত হয়েছেন। হামলায় নিহত হয়েছেন এসব নেতার স্ত্রী-সন্তানেরাও। হামলার আগে অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি প্রবেশপথ বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি হামলার জবাবে গাজা থেকে দেশটি লক্ষ্য করে রকেট ছোড়া হচ্ছে। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে তাদের বিমান হামলায় পিআইজের কমান্ডার আলি ঘানি নিহত হয়েছেন। সম্প্রতি তাঁর নেতৃত্বে গাজা থেকে ইসরায়েলে রকেট ছোড়া হচ্ছিল।
২০০৭ সাল থেকে গাজা হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। ২৩ লাখ মানুষের বসবাস সেখানে। এসব ফিলিস্তিনির ৪৫ শতাংশ বেকার। আর ৮০ শতাংশ আন্তর্জাতিক সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জাতিসংঘ সূত্রে এসব তথ্য জানা গেছে।