ইসরায়েলের হামলায় হামাসের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবন ঘিরে ফিলিস্তিনিদের তৎপরতা। খান ইউনিস, গাজা, ১০ অক্টোবর, ২০২৩ছবি: এপি

ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হামাসের নিহত কর্মকর্তারা হলেন, জাকারিয়া আবু মুয়াম্মার ও জাওয়াদ আবু শামাল। তাঁরা সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার সকালে গাজার খান ইউনিসে এক অভিযানের সময় হামাসের ওই দুই কর্মকর্তা নিহত হন।

আইডিএফের একজন মুখপাত্র বলেন, নিহত শামাল হামাসের অর্থনীতিবিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি গাজার ভেতরে ও বাইরে অস্ত্রধারীদের অর্থায়ন এবং ইসরায়েলি জনগণের ওপর হামাসের হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।

আর নিহত জাকারিয়া হামাসের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দপ্তরের প্রধানের দায়িত্বে ছিলেন। আইডিএফ তাঁর বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলেছে।

আরও পড়ুন