লোহিত সাগরে দুটি মার্কিন ড্রোন জব্দের পর আবার ছেড়ে দিল ইরান

ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ জামারান বৃহস্পতিবার চালকবিহীন দুটি জাহাজ জব্দ করে
ছবি:এএফপি

লোহিত সাগরে চালকবিহীন দুটি মার্কিন ড্রোন কয়েক ঘণ্টা জব্দ করে রাখার পর ছেড়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। এসব ড্রোন সমুদ্রপথের নিরাপত্তা বিপন্ন করছে উল্লেখ করে এগুলো জব্দ করে রাখা হয়েছিল। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে।  

গতকাল শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ জামারান বৃহস্পতিবার চালকবিহীন দুটি ড্রোন জব্দ করেছিল। মার্কিন নৌবাহিনীকে হুঁশিয়ার করার পর সম্ভাব্য যেকোনো দুর্ঘটনা এড়াতে এগুলো জব্দ করে রাখা হয়েছিল। আন্তর্জাতিক জাহাজ চলাচলকারী পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পর নিরাপদ এলাকায় এগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

ফুটেজে দেখা গেছে, ইরানের নৌবাহিনীর কয়েক সদস্য তাঁদের জাহাজের ডেক থেকে দুটি ড্রোনকে সাগরের দিকে ঠেলে দিচ্ছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির নৌবাহিনীর একটি টহল দল আন্তর্জাতিক সমুদ্রসীমায় বেশ কয়েকটি ড্রোনকে পরিত্যক্ত অবস্থায় পেয়েছে। দুবার সতর্ক করার পর সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দুটি ড্রোনকে জব্দ করা হয়েছিল। আন্তর্জাতিক জাহাজ চলাচল পথের নিরাপত্তা নিশ্চিত করার পর নৌবাহিনীর ৮৪ নম্বর স্কোয়াড্রন এগুলো নিরাপদ এলাকায় ছেড়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক শাখা ফিফথ ফ্লিটের মুখপাত্র টিমোথি হকিন্স মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল এমন ঘটনার সম্মুখীন হওয়ার কথা স্বীকার করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

এর আগে গত মঙ্গলবার ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পারস্য উপসাগরে একটি মার্কিন ড্রোন জব্দ করেছিল। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর পর এ ড্রোন ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবারই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক শাখা ফিফথ ফ্লিটের নতুন ড্রোন টাস্কফোর্সকে লক্ষ্যবস্তু করেছে ইরান।