গাজার আল–নুসেইরাত শরণার্থীশিবিরে বৃহস্পতিবার রাতে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। ধ্বংস হয়ে যায় বাড়ির পাশে থাকা যানবাহনগুলোও। নিহত হন অন্তত ১৮ জন। গতকাল গাজার মধ্যাঞ্চলে।
ছবি: এএফপি

গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস অঞ্চলে আবাসিক একটি ভবনে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালের পরিচালক স্থানীয় সময় আজ শনিবার এ খবর জানিয়েছেন।

নাসের হাসপাতালের পরিচালক এএফপিকে বলেন, হামাদ শহরে আবাসিক ওই ভবনে হামলার পর ২৬ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় আরও ২৩ জনকে হাসপাতালে আনা হয়েছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে গাজায় হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, সেখানে ইসরায়েলের বিমান ও স্থল হামলায় ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৫ হাজার শিশু।