নেতানিয়াহুকে ‘বন্ধু’ বললেন বাইডেন, পুতিন জানালেন স্বাগত

জো বাইডেন, বেনিয়ামিন নেতানিয়াহু, ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর ক্ষমতায় নেতানিয়াহুর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপির।

কট্টর ডানপন্থী নেতা নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আবার শপথ নিয়েছেন। ক্ষমতা গ্রহণের পরই তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন।

নেতানিয়াহুর ক্ষমতায় ফেরা উপলক্ষে গতকাল বাইডেন একটি বিবৃতি দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে কাজ করবেন।

আরও পড়ুন

তবে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে দ্বি–রাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে—এমন যেকোনো নীতির বিরোধিতা করবেন বলে অঙ্গীকার করেছেন বাইডেন।

বাইডেন বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি, যিনি কয়েক দশক ধরে আমার বন্ধু।’

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ইরানের হুমকিসহ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি ইসরায়েল ও মধ্যপ্রাচ্য। আছে সম্ভাবনার নানা দিকও। এসব ব্যাপারে তিনি নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে কাজ করতে আশাবাদী।

আরও পড়ুন

স্বাগত জানালেন পুতিন

ইসরায়েলের ক্ষমতায় নেতানিয়াহুর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে রাশিয়ার সহযোগিতা জোরদারের অভিপ্রায় ব্যক্তি করেছে ক্রেমলিন।

আরও পড়ুন

নেতানিয়াহুকে দেওয়া বার্তায় পুতিন বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি-নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে, সব ক্ষেত্রে রাশিয়া-ইসরায়েল সহযোগিতা জোরদারের বিষয়টি আপনার নেতৃত্বাধীন নতুন সরকার অব্যাহত রাখবে বলে আমি আশা করি।’

পুতিন বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে নেতানিয়াহুর ব্যক্তিগত ও দীর্ঘমেয়াদি অবদানের প্রশংসা করেন তাঁরা।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই হামলা শুরুর পর ইসরায়েল নিরপেক্ষতা বজায় রাখতে একটি সতর্ক অবস্থান গ্রহণ করে।