উত্তর গাজায় ইসরায়েলের ৫ সেনা নিহত
ফিলিস্তিনের উত্তর গাজায় ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
উত্তর গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে নতুন করে তীব্র লড়াই শুরু হয়েছে। এর মধ্যে সেখানে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হওয়ার খবর এল।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গতকাল বুধবার উত্তর গাজায় যুদ্ধে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হন।
কীভাবে, কোন পরিস্থিতিতে এই পাঁচ সেনা নিহত হয়েছেন, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বিস্তারিত কিছু জানায়নি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর হামলা শুরু করে ইসরায়েল। তারা ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করে। এই অভিযান শুরুর পর এখন পর্যন্ত গাজায় ২৭৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
সাম্প্রতিক দিনগুলোয় উত্তর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই জোরদার হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, এলাকাটিতে নিজেদের সামরিক সক্ষমতা আবার গড়ে তুলতে চাইছে হামাস।
অবশ্য মাস কয়েক আগেই ইসরায়েল বলেছিল, এলাকাটিতে থাকা হামাসের সামরিক কমান্ড কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে গাজার দক্ষিণের শহর রাফায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকেন্দ্রিক অভিযান শুরু করে ইসরায়েল। এর পর থেকে উত্তর গাজার জাবালিয়া ও মধ্য গাজার নুসাইরাত শরণার্থীশিবির এলাকায় তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এ ছাড়া এলাকা দুটিতে ইসরায়েলের ভারী গোলাবর্ষণের শব্দও পাওয়া যাচ্ছে।