ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ থেকে আটক ৬ অধিকারকর্মীকে ছাড়ল ইসরায়েল

আন্তর্জাতিক জলসীমা থেকেই ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’কে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছেছবি: ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাওয়ার পথে ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ থেকে আটক অধিকারকর্মীদের মধ্যে ৬ জনকে ৭২ ঘণ্টার বেশি সময় পর গতকাল বৃহস্পতিবার ছেড়ে দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক এক্স পোস্টে বলা হয়, ‘রিমা হাসানসহ সেলফি ইয়টের আরও ছয়জন যাত্রী ইসরায়েল থেকে বেরিয়ে যাচ্ছেন। বিদায় আপনাদের। ইসরায়েল ছাড়ার আগে একটি সেলফি তুলতে ভুলবেন না।’

আরও পড়ুন

ওই পোস্টে ছয়জন অধিকারকর্মীর একটি ছবি জুড়ে দেওয়া হয়। ছবিতে তাঁদের উড়োজাহাজে বসে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার ছাড়া পাওয়া ছয়জন হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, তুরস্কের সুলাইব ওর্দু, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস, জার্মানির ইয়াসেমিন আচার, ব্রাজিলের থিয়াগো আভিলা ও ফ্রান্সের রিভা ভিয়া।

এর আগে ইসরায়েলের মানবাধিকার সংগঠন আদালাহ জানায়, ৭২ ঘণ্টার বেশি সময় আটক রাখার পর ওই ছয়জন অধিকারকর্মীকে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে।

আরও পড়ুন
আন্তর্জাতিক জলসীমা থেকে ‘ম্যাডলিন’ জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
ছবি: রয়টার্স

ইসরায়েলের হাতে আটক হওয়া অধিকারকর্মীদের আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠান আদালাহ জানায়, ‘ম্যাডলিন’ থেকে আটক হওয়া আরও দুজন অধিকারকর্মীকে শুক্রবার ছেড়ে দেওয়া হতে পারে। এর আগে আটকের দিনই ছেড়ে দেওয়া হয় জাহাজটিতে থাকা সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে।

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ পরিচালনা করছিল। স্থানীয় সময় গত রোববার মধ্যরাতে গাজা থেকে প্রায় ১৮৫ কিলোমেটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ১২ জন মানবাধিকারকর্মীসহ জাহাজটি আটকে দেয় ইসরায়েলি বাহিনী। পরে সেটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যায় দেশটির নৌবাহিনী।

আরও পড়ুন

গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা যায়। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ নামের এ জাহাজ ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে। জাহাজটিতে গ্রেটা থুনবার্গসহ ১২ জন অধিকারকর্মী ছিলেন।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার, সেগুলো বহন করছে জাহাজটি। এর মধ্যে আছে চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।

আরও পড়ুন