গাজায় এখনো কোনো ত্রাণ বিতরণ হয়নি: জাতিসংঘ

কেরেম শালোম সীমান্তে ইসরায়েলি বাহিনীর অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে ত্রাণবোঝাই একটি লরি। ইসরায়েলের অনুমতি পেলে সেটি সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করতে পারবে। ২০ মে ২০২৫ছবি: রয়টার্স

ইসরায়েল সীমিত পরিমাণে ত্রাণ বিতরণের অনুমতি দেওয়ার পর এক দিন পেরিয়ে গেলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনো কোনো ত্রাণ বিতরণ করা হয়নি। গতকাল মঙ্গলবার জাতিসংঘ এ কথা জানিয়েছে।

টানা ১১ সপ্তাহ অবরুদ্ধ করে রাখার পর গত সোমবার ইসরায়েল বলেছে, তারা ফিলিস্তিন ভূখণ্ডটিতে সীমিত পরিমাণে ত্রাণ বিতরণের অনুমতি দিয়েছে।

ইতিমধ্যে, গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সোমবার চার ট্রাকভর্তি শিশুখাদ্য সীমান্তের ওপারে ফিলিস্তিনিদের প্রান্তে পৌঁছে দেওয়া হয়। পরদিন মঙ্গলবার (গতকাল) বেশ কয়েকটি ট্রাকে করে আটা, ওষুধ, পুষ্টিসামগ্রী ও অন্যান্য জরুরি পণ্য গাজায় প্রবেশ করেছে।

সাংবাদিকদের ডুজারিক আরও বলেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদের কেরেম শালোম সীমান্তে ফিলিস্তিনি প্রান্তে ত্রাণসামগ্রী নামিয়ে রাখতে বলেছে। গাজা উপত্যকার ভেতরে আমাদের দলের প্রবেশ করার বিষয়টি নিশ্চিত হলে সেগুলো (বিতরণ করার জন্য) আবার আলাদাভাবে যানবাহনে তোলা হবে।’

আজ আমাদের একটি দল কেরেম শালোম এলাকায় প্রবেশ করে পুষ্টিসামগ্রী সংগ্রহের অনুমতি পেতে ইসরায়েলের সবুজ সংকেতের আশায় কয়েক ঘণ্টা অপেক্ষা করেছে। দুর্ভাগ্যজনকভাবে, তারা এসব সামগ্রী আমাদের গুদামে আনতে পারেনি।
স্টিফেন ডুজারিক, জাতিসংঘের মুখপাত্র

গতকাল জাতিসংঘের একটি দল কেরেম শালোমে এসেছিল বলেও জানিয়েছেন মুখপাত্র ডুজারিক। তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) আমাদের একটি দল কেরেম শালোম এলাকায় প্রবেশ করে পুষ্টিসামগ্রী সংগ্রহের অনুমতি পেতে ইসরায়েলের সবুজ সংকেতের আশায় কয়েক ঘণ্টা অপেক্ষা করেছে। দুর্ভাগ্যজনকভাবে, তারা এসব সামগ্রী আমাদের গুদামে আনতে পারেনি।’

এর আগে একই দিন জেনেভায় জাতিসংঘের মানবিক দপ্তরের এক মুখপাত্র বলেছিলেন, ইসরায়েল প্রায় ১০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। এর পর থেকে ইসরায়েলি বাহিনী বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে পুরো গাজা ধ্বংস করে ফেলেছে।

জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচার সোমবার বলেছেন, ইসরায়েল প্রাথমিকভাবে যে পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে, তা ‘সমুদ্রে একফোঁটা পানির মতো’।

ইসরায়েল ও গাজার মধ্যে কেরেম শালোম সীমান্তের ইসরায়েলি অংশে ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণের বস্তা পড়ে আছে। ইসরায়েলের অনুমতি পেলে এগুলো সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করতে পারবে। ২০ মে ২০২৫
ছবি: রয়টার্স

ইসরায়েল বলেছে, তারা পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। তাই হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা করেছে তারা।

আরও পড়ুন
আরও পড়ুন

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। এর পর থেকে ইসরায়েলি বাহিনী বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে পুরো গাজা ধ্বংস করে ফেলেছে।

ইসরায়েল বলেছে, তাদের অবরোধের উদ্দেশ্যগুলোর একটি হলো, ফিলিস্তিনি সশস্ত্র বিদ্রোহীদের ত্রাণসামগ্রীর অপব্যবহার বা দখল রোধ করা। তবে হামাস এমন কিছু করার অভিযোগ অস্বীকার করেছে।

ইসরায়েল প্রাথমিকভাবে যে পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে, তা ‘সমুদ্রে একফোঁটা পানির মতো’।
টম ফ্লেচার, জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান

এদিকে যুক্তরাষ্ট্র–সমর্থিত একটি দল এ মাসের শেষ নাগাদ গাজা উপত্যকায় কাজ শুরু করার পরিকল্পনা করছে। দলটি গাজায় ত্রাণ বিতরণের একটি নতুন মডেল পরিচালনা করবে। কিন্তু জাতিসংঘ বলেছে, এই পরিকল্পনা নিরপেক্ষ বা পক্ষপাতহীন নয়। তাই তারা এতে অংশগ্রহণ করবে না।

আরও পড়ুন
আরও পড়ুন