বিয়াঙ্কা জেমি ওয়ারিয়াভার বয়স মাত্র ১২। অথচ ছয় সপ্তাহের কঠোর পরিশ্রমে সে কিনে ফেলেছে একটি আইফোন ১৪। কী এমন পরিশ্রম করল যে এত অল্প সময়ে জোগাড় করে ফেলল ৮০ হাজার টাকার বেশি? বিষয়টি জেনে যতটা না অবাক হতে হয়, তার চেয়ে বেশি অবাক হতে হয় তার অর্থ সংগ্রহের কৌশলের কথা শুনে।
বিয়াঙ্কা আইফোনের মূল্য জোগাড় করতে তার সহপাঠী ও শিক্ষকদের কাছে নিজের হাতে তৈরি রুটি বিক্রি করেছে। এই কিশোরী তার মা-বাবার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকে। একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সে।
বিয়াঙ্কা খালিজ টাইমসকে জানায়, তার আইফোন ১৪ কেনার শখ ছিল। এ জন্য প্রায় তিন হাজার দিরহামের প্রয়োজন ছিল (১ দিরহাম সমান বাংলাদেশি ২৮ টাকা ৬০ পয়সা)। কিন্তু এত অর্থ দেওয়ার সামর্থ্য তার মা-বাবার নেই।
বিয়াঙ্কা বলে, স্কুলে নাশতার জন্য তার মা ঘরে তৈরি রুটি দিত। সে ওই রুটি বন্ধুদের মধ্যে ভাগাভাগি করে খেত। তারা রুটিটি খুব পছন্দ করত। তার আইফোন কেনার শখের কথা শুনে এক বন্ধু তাকে রুটি বিক্রির বুদ্ধি দেয়। ঘটনাটি গত ফেব্রুয়ারির। এরপর সে হাতে তৈরি রুটি বিক্রির সিদ্ধান্ত নেয়।
বিয়াঙ্কা জানায়, তার মা-বাবা একসময় পাঁচ তারকার হোটেলে কাজ করতেন। তাঁরা বেকারি পণ্য তৈরিতে সিদ্ধহস্ত। তার রুটি বিক্রির চিন্তাটি তাঁরা সমর্থন করেন। এ জন্য কাঁচামাল কিনতে বিয়াঙ্কার বাবা তাকে ১০০ দিরহাম দেন। আর তার ফিলিপিনো মা জেমিনি ওয়ারিয়াভা শেখান মজাদার খাবার বানানোর কৌশল।
বিয়াঙ্কা বিদ্যালয়ে প্রথম দিন ১০ দিরহাম করে চারটি রুটি বিক্রি করতে পেরেছিল। কিন্তু পরদিন থেকে দিনে গড়ে তার এই বিক্রি পৌঁছায় ৬০টিতে। এতে চলতি মার্চের দ্বিতীয় সপ্তাহে এসে তার প্রায় তিন হাজার দিরহাম জোগাড় হয়ে যায়।
বিয়াঙ্কা ইতিমধ্যে তার শখের আইফোন ১৪ কিনে ফেলেছে। তার পরবর্তী লক্ষ্য নিজের নামে একটি বেকারি ও কফির দোকান চালু করা।