ইসরায়েল–ফিলিস্তিন সংঘর্ষের সর্বশেষ
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর গড়িয়েছে ২৪ ঘণ্টার বেশি সময়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি ফিলিস্তিনি এবং অন্তত ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। হামাস যোদ্ধাদের সঙ্গে এখনো ইসরায়েলি সেনাদের লড়াই চলছে।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় এখনো সংঘাত চলছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাসের দখল থেকে বেশির ভাগ এলাকা মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। তবে গাজা উপত্যকা সীমান্তসংলগ্ন এলাকাগুলোয় লড়াই চলছে।
গতকাল শনিবার সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাস। গোষ্ঠীটির যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করেন। এরপর গাজায় নির্বিচার বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী। হামাস দাবি করে, তারা অনেক ইসরায়েলি সেনাকে আটক করেছে।
ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজা ও দক্ষিণ ইসরায়েলে ৪০০ জনের বেশি ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে তারা। অনেককে আটক করা হয়েছে। অপর দিকে ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামাসের হামলায় ৪০০ এর বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়া অনেক ইসরায়েলিকে আটক করেছেন হামাস যোদ্ধারা। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা যুদ্ধের মধ্যে রয়েছেন এবং হামাসের হাত থেকে ইসরায়েলি অঞ্চল ও এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে যুক্তরাজ্যে ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, ইসরায়েলে জ্যাক মারলো নামের একজন ব্রিটিশ নাগরিক নিখোঁজ হয়েছেন। হামাস সদস্যদের হামলার সময় তিনি গাজা সীমান্তের কাছে একটি নাচের উৎসবে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।