রাফায় অভিযান হবে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বিপর্যয়কর

মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, রাফায় ইসরায়েলের স্থল অভিযান ফিলিস্তিনি জনগণের জন্য ইতিহাসের সবচেয়ে বিপর্যয়কর ঘটনা হবে। গতকাল রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ স্থল অভিযান বন্ধে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়ে মাহমুদ আব্বাস বলেন, কয়েক দিনের মধ্যেই রাফায় অভিযান চালাতে পারে ইসরায়েল। একমাত্র যুক্তরাষ্ট্রই এ আগ্রাসন বন্ধ করতে পারে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বর্তমানে ১৪ লাখের বেশি ফিলিস্তিনি গাদাগাদি করে অবস্থান করছেন। তাঁদের প্রায় ১০ লাখই যুদ্ধের কারণে গাজার উত্তর ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে এখানে আশ্রয় নিয়েছেন।

এদিকে সম্ভাব্য স্থল অভিযানের আগে রাফায় বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৬৬ জন নিহত হয়েছেন। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৪ হাজার ৪৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রাফায় ইসরায়েলের অভিযানের প্রস্তুতির মধ্যেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। আলোচনায় অংশ নিতে আজ সোমবার হামাসের একটি প্রতিনিধিদল মিসরের কায়রো সফর করবে।