দুবাইয়ে ভবনে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

পাঁচতলা আবাসিক ভবনের চারতলায় আগুন লাগে
ছবি: রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে একটি আবাসিক ভবনে আগুন লেগে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন। দুবাইয়ের পুরোনো অংশের আল–রাস এলাকায় গতকাল শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ এলাকায় মূলত অভিবাসী শ্রমিক ও ব্যবসায়ীরা থাকেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে ৪ জন ভারতীয়, ৩ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

সরকারের পক্ষ থেকে এক বিবৃবিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনের যথাযথ নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থার অভাবে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পাঁচতলা আবাসিক ভবনের চারতলায় আগুন লাগে। খবর পাওয়ার ছয় মিনিটের মধ্যে ১২টা ৪১ মিনিটে ফায়ার ক্রুরা ঘটনাস্থলে পৌঁছান।

আল–রাস এলাকাটি শহরের সোনা ও মসলার মার্কেটের পাশে। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান এটি।

দুবাই সিভিল ডিফেন্স ইউএইর পত্রিকা দ্য ন্যাশনালকে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।

অগ্নিকাণ্ডে ওই ভবনের প্রহরী গুদু সালিয়াকুণ্ডু মারা গেছেন বলে দাবি করেছেন তাঁর ভাই সালিঙ্গা গুদু। তাঁদের বাড়ি ভারতের তামিলনাড়ুতে। সালিঙ্গা দ্য ন্যাশনালকে বলেন, ‘আমি খুব ভীত হয়ে পড়েছি, কারণ আমার ভাই এ ভবনে কাজ করে। সে অগ্নিদগ্ধদের সাহায্য করতে গিয়ে আর ফিরে আসেনি।’

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।