কাতারে কর্মী কমলেও আয় বেড়েছে প্রবাসীদের

কাতার থেকে চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশে পাঠানো প্রবাসীদের অর্থের পরিমাণ ৫৪৩ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার। যা ২০১৮ সালের প্রথম ছয় মাসের তুলনায় ৩৯ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার বেশি। গত বছরের এই ছয় মাসে কাতার থেকে পাঠানো প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৫০৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার।
এতে দেখা যাচ্ছে, গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে কাতারে প্রায় চার হাজার কর্মীসংখ্যা কমলেও প্রবাসী আয়ের পরিমাণ বেড়েছে। ২০১৮ সালের প্রথম ছয় মাসে কাতারে এসেছিলেন ৪০ হাজার ১৬২ জন বাংলাদেশি কর্মী। আর চলতি বছরের এই ছয় মাসে এসেছেন ৩৬ হাজার ৭০ জন বাংলাদেশি।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, কাতার থেকে জানুয়ারি মাসে প্রবাসীরা ৯৬ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার, ফেব্রুয়ারি মাসে ৭০ দশমিক ৫৪ মিলিয়ন মার্কিন ডলার, মার্চ মাসে ৮৬ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার, এপ্রিল মাসে ৯৬ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার, মে মাসে ১০৯ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার ও জুন মাসে ৮৪ দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে পাঠিয়েছেন।
চলতি বছরের প্রথম ছয় মাসে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্য থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় বাংলাদেশে পাঠিয়েছেন সৌদি আরবের প্রবাসীরা। এই আয়ের পরিমাণ ১৬৮৭ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলার। বাকি চার দেশের মধ্যে বাহরাইনের প্রবাসীরা পাঠিয়েছেন ২৩৪ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার, কুয়েতের প্রবাসীরা পাঠিয়েছেন ৮২৮ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার, ওমানের প্রবাসীরা পাঠিয়েছেন ৫৮৪ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা পাঠিয়েছেন ১৩৮৯ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার।

বর্তমানে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় দেশে পাঠাচ্ছেন সৌদি আরবের প্রবাসীরা। এর পরের অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত। পরের তিনটি দেশ যথাক্রমে ওমান, কাতার ও কুয়েত।

গত বছরের মতো এ বছরও মে মাসে সবচেয়ে বেশি প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে যোগ হয়েছে। চলতি বছর কাতার থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠানো হয়েছে মে মাসে। এর পরিমাণ ১০৯ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন
ডলার। আর গত বছরের মে মাসে এই অর্থের পরিমাণ ছিল ৯৯ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। সাধারণত পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বছরের মে মাসে প্রবাসীরা বেশি পরিমাণে অর্থ পাঠিয়ে থাকেন বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের জন্য।

গত বছর কাতার থেকে বাংলাদেশিদের পাঠানো প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৯৮৪ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলার। অন্য দেশগুলোর প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণে দেখা যায়, সৌদি আরব থেকে ২ হাজার ৮১৩ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ২ হাজার ৪২৫ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার, ওমান থেকে ৯৮৬ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার, কুয়েত থেকে এক হাজার ৩০২ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার ও বাহরাইন থেকে ৫২৬ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার।