বাহরাইন সফরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড

রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বাহরাইনে পৌছেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড। ৩০ সেপ্টেম্বর, মানামা আন্তর্জাতিক বিমানবন্দরে
ছবি: রয়টার্স

উপসাগরীয় দেশ বাহরাইন সফরে গেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার নিজেদের একটি উড়োজাহাজে বাহরাইনের রাজধানী মানামায় পৌঁছান তিনি। গত বছর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটাই ইসরায়েলের সর্বোচ্চ কোনো নেতার বাহরাইন সফর।

এ সফরে মানামায় ইসরায়েলি দূতাবাস উদ্বোধন করবেন লাপিড। বৈঠক করবেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন রশিদ আল জায়ানির সঙ্গে।

ইরানের তীব্র উদ্বেগের পরও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এরপর একই পথে হাঁটে সুদান ও মরক্কো, সই হয় আব্রাহাম চুক্তি।

ইয়ার লাপিডের মানামা সফরে দুই দেশের মধ্যে হাসপাতাল, পানি, জ্বালানি সহযোগিতাসহ পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাহরাইনকে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে। একই সঙ্গে এ অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গেও ইসরায়েলের সহযোগিতার সম্পর্ক স্থাপনের আগ্রহ রয়েছে।

এদিকে ইয়ার লাপিডকে স্বাগত জানানোয় বাহরাইনের সমালোচনা করেছে ফিলিস্তিনের রাজনৈতিক ও সামরিক সংগঠন হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেমি জানান, এ সফর ফিলিস্তিনিদের ওপর নির্যাতনকারী অপরাধীদের উৎসাহ জোগাবে। ইয়ার লাপিডের এ সফরের প্রতিবাদে মানামায় বিক্ষোভ করেছে বাহরাইনের নাগরিক সমাজ।