যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন সেতু
ছবি: রয়টার্স

টেলিগ্রাফে কোড ও ডটের মাধ্যমে বার্তা পাঠানো হয়। এটা ‘মোর্স কোড’ নামে পরিচিত। ১৮৪৪ সালের এদিনে প্রথমবারের মতো টেলিগ্রাফে বার্তা পাঠানো হয়। মার্কিন বিজ্ঞানী স্যামুয়েল মোর্স ও আলফ্রেড ভেইল এ বার্তা পাঠান। ওয়াশিংটন থেকে ৬০ কিলোমিটার দূরে ম্যারিল্যান্ডের বাল্টিমোরে এ বার্তা পাঠানো হয়।

বিড়ালমুক্ত এলাকা

অস্ট্রেলিয়ার নিউ হ্যাভেন অভয়ারণ্যে বিশাল একটি এলাকা বিড়ালমুক্ত ঘোষণা করা হয়। বিড়াল ঠেকাতে ওই অভয়ারণ্যে ৪৪ কিলোমিটার বা প্রায় ২৭ মাইল এলাকায় বেড়াও নির্মাণ করা হয়। ২০১৮ সালের এদিনে বেড়ার নির্মাণকাজ শেষ হয়। বনবিড়ালের হাত থেকে পশু-পাখিকে রক্ষা করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

অস্ট্রেলিয়ার নিউ হ্যাভেন অভয়ারণ্য
ফাইল ছবি: রয়টার্স
আরও পড়ুন

১০০ কদম হেঁটে ৩৯৫ কোটি টাকা সংগ্রহ

চালু হয় ব্রুকলিন সেতু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আইকনিক স্থাপনাগুলোর একটি ব্রুকলিন সেতু। ১৮৮৩ সালের এ দিনে ব্রুকলিন সেতু উদ্বোধন করা হয়। এই সেতু ম্যানহাটন ও ব্রুকলিনকে সংযুক্ত করেছে। ওই সময় এটি বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতুর স্বীকৃতি পেয়েছিল। উদ্বোধনী আয়োজনের আতশবাজিতে ছেয়ে গিয়েছিল নিউইয়র্কের আকাশ। ছিল আরও নানা আয়োজন।

আরও পড়ুন

প্যাপিরাসের নৌকায় মহাসাগর পাড়ি

থার্মোমিটারের আবিষ্কারকের জন্ম

পদার্থবিজ্ঞানী ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি জ্বর পরিমাপের থার্মোমিটার আবিষ্কার করেন। এ ছাড়া তাঁর আবিষ্কার ফারেনহাইট স্কেল ব্যাপক পরিসরে আজও ব্যবহৃত হচ্ছে। ১৬৮৬ সালের এদিনে ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট জন্মগ্রহণ করেন। ১৭৩৬ সালে নেদারল্যান্ডসে মারা যান তিনি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ওকিনাওয়া দ্বীপ ফেরত পেল জাপান