ইতিহাসের এই দিনে
নির্বাচনে জয় পান ডোনাল্ড ট্রাম্প
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৮ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ২০১৬ সালের ৮ নভেম্বর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ধরাশায়ী হন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। শেষ হাসি হাসেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হন ট্রাম্প।
বেঁচে যান হিটলার
১৯৩৯ সালের এ দিনে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ওপর হামলার ঘটনা ঘটে। জার্মানির মিউনিখের একটি ভবনে গেলে সেখানে বোমা হামলা করা হয়। এ ঘটনার কিছুক্ষণ আগেই হিটলার ওই ভবন ছেড়ে বাইরে এসেছিলেন। তাই প্রাণে বেঁচে যান তিনি।
এক্স–রের প্রথম ব্যবহার
চিকিৎসা খাতে যুগান্তকারী একটি আবিষ্কার হলো এক্স–রে। ১৮৯৫ সালের ৮ নভেম্বর প্রথমবারের মতো এক্স–রে ব্যবহার করা হয়। জার্মানির চিকিৎসক উইলহেম রতজেন এর আবিষ্কারক। স্ত্রীর হাতের ছবি তুলতে প্রথম এক্স–রে ব্যবহার করেছিলেন তিনি।
এডমন্ড হ্যালির জন্মদিন
প্রখ্যাত ব্রিটিশ জ্যোতির্বিদ এডমন্ড হ্যালির জন্মদিন আজ। ১৬৫৬ সালের এ দিনে তাঁর জন্ম। হ্যালি এমন একটি ধূমকেতু পর্যবেক্ষণ করেন, যেটি ৭৬ বছর পরপর দেখা যায়। হ্যালির নামে এটির নাম রাখা হয়—হ্যালির ধূমকেতু।