রাশিয়া ও চীনের যৌথ মহড়া ঘিরে উত্তেজনা

ক্যাম্প ডেভিডে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ সম্মেলন শুরু। এর আগে মহড়া ঘিরে উত্তেজনা।

পূর্ব চীন সাগর ও জাপান সাগরে যৌথ মহড়ায় রাশিয়া ও চীনের নৌবাহিনী
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনকে ঘিরে সতর্কবার্তা দিল রাশিয়া ও চীন। স্থানীয় সময় গতকাল শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে এই শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। এর ঠিক এক দিন আগে পূর্ব চীন সাগর ও জাপান সাগরে রাশিয়া ও চীনের নৌবাহিনী যৌথ মহড়া চালায়। এ মহড়াকে ঘিরে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে জাপান। ওই এলাকায় রাশিয়ার নজরদারি উড়োজাহাজকে তাড়া করতে যুদ্ধবিমানও উড়িয়েছে দেশটি।

মার্কিন প্রেসিডেন্টের অবকাশনিবাস হিসেবে পরিচিত ক্যাম্প ডেভিডে গতকাল শীর্ষ সম্মেলন শুরু হওয়ার কথা। এতে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যোগ দেবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। সেখানে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উত্তেজনার বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা আরও নিবিড় করার বিষয়ে একমত হতে পারেন বলে বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন।

তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ডেস্ট্রয়ারসহ চীনের ছয়টি জাহাজ, একাধিক ডেস্ট্রয়ারসহ রাশিয়ার পাঁচটি জাহাজ জাপানের ওয়াকিনাওয়া ও মিয়াকো দ্বীপের ভেতর দিয়ে গত বৃহস্পতিবার পূর্ব চীন সাগরের দিকে অগ্রসর হয়।

এই প্রথম রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজ একসঙ্গে বিশেষ এই জলসীমা দিয়ে চলাচল করল। অবশ্য এসব জাহাজ জাপানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেনি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, জাপানের সবচেয়ে দক্ষিণের দ্বীপ ওকিনোতরির ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে প্রথম ওই ১১টি জাহাজ নজরে আসে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ মহড়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, বর্তমানে কয়েকটি জাহাজের একটি বহর পূর্ব চীন সাগরের জলসীমায় রয়েছে। চীনা ও রাশিয়ার নাবিকেরা সাবমেরিন-বিরোধী ও শত্রুর বিমান হামলা প্রতিহত করার মহড়া দিয়েছেন। সমুদ্রে উদ্ধার প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধজাহাজের ডেকে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণের অনুশীলনও করেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, যৌথ মহড়া চলাকালে রাশিয়ার দুটি নজরদারি উড়োজাহাজকে তাড়া করতে যুদ্ধবিমান উড়িয়েছে জাপান। জাপান সাগর ও পূর্ব চীন সাগরে চীন ও রাশিয়ার যৌথ মহড়া চলাকালে এ ঘটনা ঘটে।

যে কারণে সম্মেলন গুরুত্বপূর্ণ

বিশ্লেষকেরা বলছেন, সম্মেলনকে উত্তর কোরিয়ার ‘উসকানিমূলক আচরণ’ ও চীনের ‘ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রদর্শনের’ বিপরীতে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়া এসব দেশের পাল্টা শক্তি প্রদর্শনী হিসেবেও দেখা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দেশের সম্পর্ক ভালো থাকলেও জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ভালো নয়। ঐতিহাসিকভাবে সম্পর্কের টানাপোড়েনে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দূরত্ব কমানোর ক্ষেত্রেও এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।