‘মদ না ছাড়লে লেখক হতে পারতাম না’

মারিয়ান কিয়েস

বিখ্যাত আইরিশ লেখক মারিয়ান কিয়েস বলেছেন, তিন দশক আগে তিনি যদি মদপান না ছাড়তেন, তবে লেখক হতে পারতেন না।

নিজের জীবন সম্পর্কে এ লেখক বলেন, ‘আমি বিষণ্নতায় ভুগেছিলাম। আমি আসক্ত হয়ে পড়েছিলাম। সে অবস্থা থেকে মুক্তি পেতে আমি পুনর্বাসন বা রিহ্যাবে যাই। সেখানে নিজের সম্পর্কে অনেক কিছু শিখি। আমি নিজেকে এই কষ্টকর দুনিয়ায় টিকে থাকার জন্য অনেক কিছু বোঝাতে শেখাই।’ ২৩ মে হে ফেস্টিভ্যালে শত শত দর্শকের উদ্দেশে তিনি এ কথা বলেন।

আইরিশ লেখক মারিয়ান কিয়েসের জন্ম ১৯৬৩ সালে। তিনি রেডিও উপস্থাপক হিসেবেও পরিচিত। ১৯৯৫ সালে তাঁর প্রথম উপন্যাস প্রকাশিত হয়। তিনি এখন পর্যন্ত ১৬টি উপন্যাস লিখেছেন। তাঁর সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের মধ্যে রয়েছে দ্য চার্মিং ম্যান, দ্য ব্রেক প্রভৃতি।

লেখক মারিয়ান নিজের লেখক হওয়ার আগের জীবন ভক্তদের সামনে তুলে ধরেন। তিনি আরও বলেন, পুনর্বাসন প্রক্রিয়া তাঁকে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করেছে এবং তাঁকে অনেক বেশি ইতিবাচক করেছে।