- নিকোলা মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে
- ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরোকে
- মাদুরোর সঙ্গে তাঁর স্ত্রীকেও আদালতে হাজির করা হচ্ছে
- যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে
- ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই: ব্রিটিশ প্রধানমন্ত্রী
আমি নির্দোষ, আমি আমার দেশের প্রেসিডেন্ট: নিকোলা মাদুরো
নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে মাদক-সন্ত্রাসবাদ মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বিচারককে বলেছেন, ‘আমি আমার দেশের প্রেসিডেন্ট।’ তিনি আরও বলেন, তাঁকে ধরে নিয়ে আসা হয়েছে।
মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে মাদক সম্পর্কিত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
মাদুরোর মামলার বিচারক অ্যালভিন হেলারস্টাইন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনানোর পর তাঁর বক্তব্য জানতে চান। তখন মাদুরো বলেন, ‘আমি নির্দোষ। এখানে যে অভিযোগগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর কোনোটি আমি করিনি।’
শুনানি নিয়ে আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।বিচারক অ্যালভিন হেলারস্টাইন এ নির্দেশ দিয়েছেন।
আজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে তাঁদের হাজির করা হয়। গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।
সূত্র: আল জাজিরা
নিকোলা মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে
নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্কের আদালতের কাছের একটি হেলিপোর্টে অবতরণ করেছে। আজ সোমবার তাঁকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।
আজ কিছুক্ষণ আগে মাদুরো হেলিকপ্টারে তোলা হয়। তখন তাঁর পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। অবতরণের পর তাঁকে বিশেষ পাহারায় একটি ভ্যানে তুলে নেওয়া হয়।
সেখান থেকে মাদুরোকে নিয়ে আদালতের উদ্দেশে যাত্রা করার কথা।
গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।
সূত্র: সিএনএন
ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরোকে
নিকোলা মাদুরোকে নিউইয়র্কে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে। স্থানীয় সময় আজ দুপুরের দিকে বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাঁকে নেওয়া হতে পারে।
মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিবি) নামের আটককেন্দ্রে রাখা হয়েছিল। সেখান থেকে আজ তাঁকে আদালতে নেওয়া হচ্ছে।
সূত্র: আল জাজিরা
মাদুরোর সঙ্গে তাঁর স্ত্রীকেও আদালতে হাজির করা হচ্ছে
নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বহনকারী একটি গাড়ি নিউইয়র্কের ম্যানহাটনের আদালত ভবন এলাকায় পৌঁছেছে। সেখানেই আজ মাদুরো ও তাঁর স্ত্রীকে হাজির করার কথা।
মাদুরো পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। অবতরণের পর তাঁকে বিশেষ পাহারায় একটি ভ্যানে তুলে নেওয়া হয়।
সেখান থেকে মাদুরোকে নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের উদ্দেশে যাত্রা করেন আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।
সূত্র: সিএনএন
যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে
ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে দ্য নিউইয়র্কের টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযানে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, প্রতিবেশী দেশ কিউবা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় তাঁদের সামরিক কর্মকর্তাসহ অন্তত ৩২ নাগরিক প্রাণ হারিয়েছেন। মাদুরোর নিরাপত্তায় কিউবার সামরিক ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ছিলেন বলে জানা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছিল, অভিযানে নিজেদের কয়েকজন আহত হলেও কেউ নিহত হননি।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই—বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এটা এমন এক পরিস্থিতি যা এত ‘সহজ নয়’।
স্টারমার আজ সাংবাদিকদের বলেন, ‘ভেনেজুয়েলায় আমাদের প্রয়োজন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রূপান্তর। এই সপ্তাহান্তের আগেও এটাই ছিল আমাদের অবস্থান, এখনও সেটাই রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইনই সেই কাঠামো—ভিত্তি বা মানদণ্ড—যার আলোকে আমরা অন্য সব সরকারের কর্মকাণ্ড বিচার করি। আর যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, তার ব্যাখ্যা দেওয়াটা অবশ্যই যুক্তরাষ্ট্রের দায়িত্ব। এটি সহজ নয়। বিষয়টি জটিল এবং আজও পরিস্থিতির পরিবর্তন ঘটছে।’
সূত্র: আল জাজিরা
মাদুরোর পক্ষে আদালতে শুনানি করবেন ডেভিড উইকস্ট্রম
মাদুরোর পক্ষে আদালতে শুনানি করবেন ডেভিড উইকস্ট্রম। তিনি নিউইয়র্কের অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী হিসেবে পরিচিত। উইকস্ট্রম আদালত থেকে নিয়োগপ্রাপ্ত আইনজীবী।
তবে নিকোলা মাদুর সম্ভবত নিজ উদ্যোগেও একজন আইনজীবী নিয়োগ করবেন।
মাদুরো ও তাঁর স্ত্রী ফ্লোরেসকে ইতিমধ্যে নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত চত্বরে নেওয়া হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা তাঁদের আদালতে তোলার কথা রয়েছে।
ডেভিড উইকস্ট্রম আগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের ভাইয়ের পক্ষে মামলা লড়েছিলেন। মাদুরোর মতোই যেসব অভিযোগে হার্নান্দেজ দোষী সাব্যস্ত হয়েছিলেন, সেগুলোর ভিত্তিতেই সেই মামলা হয়েছিল; তবে পরে তাঁকে ট্রাম্প ক্ষমা করে দেন।
এ ছাড়া ডেভিড উইকস্ট্রম নিউইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে করা মামলার কৌঁসুলি ডেরেক উইকস্ট্রমের বাবা।
সূত্র: নিউইয়র্ক টাইমস
যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ‘অস্ত্র হাতে নিতে' প্রস্তুত কলম্বিয়ার প্রেসিডেন্ট
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাঁকে বা তাঁর দেশকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তবে তিনি `অস্ত্র হাতে নিতে' প্রস্তুত থাকবেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাফো এ কথা বলেন।
এক্সে দেওয়া এক পোস্টে পেত্রো মাদক পাচার দমনে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন; যার সমালোচনা করেছেন ট্রাম্প। গুস্তাফো দাবি করেন, কলম্বিয়ায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালানো হলে তাতে শিশু নিহত হওয়ার ঝুঁকি থাকবে এবং এতে রাষ্ট্রের সঙ্গে কয়েক দশক ধরে সংঘাতে জড়িত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য নতুন সদস্য সংগ্রহ সহজ হবে।
তিনি আরও বলেন, ‘আর যদি তারা এমন একজন প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে, যাঁর পক্ষে দেশের বড় একটি অংশের সমর্থন ও সম্মান রয়েছে, তাহলে তা গণ-অভ্যুত্থানের জন্ম দেবে।’
এম–১৯ গেরিলা গোষ্ঠীর সাবেক সদস্য গুস্তাফো আরও বলেন, কলম্বিয়াকে রক্ষার জন্য তিনি নিজেও লড়াই করবেন। তিনি বলেন, ‘আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না… কিন্তু মাতৃভূমির জন্য আমি আবার অস্ত্র ধরব।’
সূত্র: সিএনএন
আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান না জানিয়ে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র: গুতেরেস
ভেনেজুয়েলায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান না জানিয়ে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
আজ সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে গুতেরেসের বিবৃতি পড়ে শোনানো হয়। এতে গুতেরেস জোর দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ভিত্তি’ হলো আন্তর্জাতিক আইন।
ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার পর সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস।
প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করছে যুক্তরাষ্ট্র: জাতিসংঘে ভেনেজুয়েলার দূত
জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা বলেছেন, যুক্তরাষ্ট্র অবৈধভাবে সশস্ত্র হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করেছে।
আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।ভেনেজুয়েলার রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লংঘন।
আটকের সময় মাদুরোর স্ত্রী আহত হন: আদালতকে জানালেন আইনজীবী
ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মার্কিন বাহিনী নিকোলা মাদুরোর ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। ওই সময় সিলিয়া ফ্লোরেস আহত হন বলে আজ আদালতেক জানিয়েছেন তাঁর আইনজীবী।
ফ্লোরেসের আইনজীবী মার্ক ডনেলি আদালতের বিচারক অ্যালভিন হেলারস্টাইনকে বলেন, তাঁর মক্কেল ‘অপহরণের সময় গুরুতর আঘাত’ পেয়েছেন। তিনি জানান, ফ্লোরেসের পাঁজরে ভাঙন বা তীব্র আঘাত থাকতে পারে এবং তাঁর শারীরিক পরীক্ষা করা প্রয়োজন।
আদালতের কার্যক্রম চলাকালে সিএনএনের প্রতিবেদকেরা ফ্লোরেসের মাথায় ব্যান্ডেজ বাঁধা থাকতে দেখেছেন।
সূত্র: সিএনএন