ইতিহাসের এই দিনে: চুরি হয়ে যায় সোনার টয়লেট
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৪ সেপ্টেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ২০১৯ সালের সেপ্টেম্বর। যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেসে একটি প্রদর্শনী চলছিল। দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল ১৮ ক্যারেট সোনায় নির্মিত একটি টয়লেট (কমোড)। ব্যবহারযোগ্য এই টয়লেটের নাম ‘আমেরিকা’। দাম প্রায় ৫০ লাখ ডলার। প্রদর্শনীতে যাওয়া একেক দর্শনার্থী বিশেষ এই টয়লেট ব্যবহারের জন্য তিন মিনিট করে সময় পেতেন। তবে ১৪ সেপ্টেম্বর প্রদর্শনী থেকে সোনার টয়লেটটি চুরি হয়ে যায়।
হারুন আল–রশিদের ক্ষমতা গ্রহণ
বিখ্যাত আব্বাসীয় শাসক হারুন আল–রশিদ ৭৮৬ সালের এদিনে শাসনক্ষমতা গ্রহণ করেন। তাঁর আমলে ইসলামি শাসন দক্ষিণ এশিয়া, উত্তর আমেরিকা ও স্পেনে ছড়িয়ে পড়ে। তাই তাঁর শাসনামলকে ইসলামি ইতিহাসের ‘সোনালি যুগ’ বিবেচনা করা হয়।
আকাশে ওড়ে প্রথম হেলিকপ্টার
১৯৩৯ সালের ১৪ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের কানেটিকাটের আকাশে সফলভাবে ওড়ে প্রথম হেলিকপ্টার। রটোর ব্লেডযুক্ত ভিএস–৩০০ মডেলের এই হেলিকপ্টারের নকশা করেছিলেন রুশ–আমেরিকান উড়োজাহাজ নকশাকার ইগর সিকোরস্কি।
রচিত হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত
১৮১৪ সালের ১৪ সেপ্টেম্বর মার্কিন কবি ফ্রান্সিস স্কট একটি কবিতা লেখেন। ১৮১২ সালের যুদ্ধ থেকে উৎসাহিত হয়ে লেখা এই কবিতার নাম ‘স্টার–স্প্যাংগ্লেড ব্যানার’। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত হিসেবে ফ্রান্সিসের এই কবিতাকে বেছে নেওয়া হয়।