ইতিহাসের এই দিনে: স্পেনে ‘টমেটো ছোড়ার’ উৎসব শুরু

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৯ আগস্ট। চলুন দেখি বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

লা টমাটিনা—ইউরোপের দেশ স্পেনের একটি জনপ্রিয় উৎসব
ফাইল ছবি: রয়টার্স

লা টমাটিনা—ইউরোপের দেশ স্পেনের একটি জনপ্রিয় উৎসব। এই আয়োজনে অংশগ্রহণকারী ব্যক্তিরা একে অপরের দিকে টমেটো ছুড়ে মারেন। প্রতিবছর এই উৎসবে অংশ নিতে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক স্পেনের বুনোল শহরে জড়ো হন। মেতে ওঠেন টমেটো ছোড়ার উৎসবে। এখন এই উৎসবকে বিশ্বের সবচেয়ে বড় খাবারের লড়াই বলা হয়ে থাকে। ১৯৪৫ সালের ২৯ আগস্ট লা টমাটিনার প্রথম আসর বসেছিল। সেই থেকে নিয়মিত এই উৎসব হচ্ছে।

আরও পড়ুন

সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক বোমা পরীক্ষা

সময়টা ১৯৪৯ সালের ২৯ আগস্ট। ওই দিন পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশের তালিকায় নাম লেখায় সাবেক সোভিয়েত ইউনিয়ন। কাজাখস্তানের পরীক্ষাকেন্দ্রে দেশটি নিজেদের প্রথম পারমাণবিক বোমার (আরডিএস-১) সফল পরীক্ষা চালায়। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী বিশ্বরাজনীতিতে নতুন পরাশক্তি হিসেবে একধাপ এগিয়ে যায় দেশটি।

যুক্তরাষ্ট্রে হারিকেন ক্যাটরিনার আঘাতে ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ি
। ফাইল ছবি: রয়টার্স

হারিকেন ক্যাটরিনার আঘাত

যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ন্স ও লুইজিয়ানার উপকূলীয় এলাকায় ২০০৫ সালের এই দিনে আঘাত হানে শক্তিশালী হারিকেন ক্যাটরিনা। শক্তিশালী এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ কিলোমিটার। ক্যাটরিনার আঘাতে ব্যাপক বন্যা হয়। ধ্বংস হয়ে যায় অনেক বাড়িঘর ও সড়ক।

দুই যুগের বেশি সময় পর এসে এখন নেটফ্লিক্স অনলাইনে ভিডিও দেখার প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে
প্রতীকী ছবি: রয়টার্স

চালু হয় নেটফ্লিক্স

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স চালু হয় ১৯৯৭ সালের ২৯ আগস্ট। মার্কিন উদ্যোক্তা রিড হেস্টিংস ও মার্ক র‍্যাডল্ফের হাত ধরে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু। শুরুর দিকে নেটফ্লিক্স বিভিন্ন সিনেমা ভাড়া নিত, পরে তা সিনেমা–ভক্তদের কাছে পাঠানো হতো। দুই যুগের বেশি সময় পর এসে এখন নেটফ্লিক্স অনলাইনে ভিডিও দেখার প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। নেটফ্লিক্সের গ্রাহক এখন ২০ কোটির বেশি।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন