হট–এয়ার বেলুন
প্রতীকী ছবি: রয়টার্স

জার্মানি তখন দুই ভাগে বিভক্ত। পূর্ব জার্মানিতে কমিউনিস্ট শাসন চলছে। আর পশ্চিমে পুঁজিবাদের রমরমা অবস্থা। এ অবস্থায় অনেকেই পূর্ব থেকে পশ্চিমে পালিয়ে আসছেন। ১৯৭৯ সালের ১৬ সেপ্টেম্বর পূর্ব জার্মানির দুটি পরিবারের সদস্যরাও পালিয়ে পশ্চিমে পা রাখেন। তবে তাঁদের পালানোর পদ্ধতি ছিল অভিনব। রাতের আঁধারে হট–এয়ার বেলুনে চেপে তাঁরা পাড়ি জমান পশ্চিম জার্মানিতে।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: ইন্টারপোলের যাত্রা শুরু

মালয়েশিয়ার আত্মপ্রকাশ

মালয়, সাবাহ, সারাওয়াক ও সিঙ্গাপুর নিয়ে গঠিত হয়েছিল স্বতন্ত্র দেশ মালয়েশিয়া
ফাইল ছবি: রয়টার্স

১৯৬৩ সালের ১৬ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে মালয়েশিয়া। মালয়, সাবাহ, সারাওয়াক ও সিঙ্গাপুর নিয়ে গঠিত হয় স্বতন্ত্র দেশ মালয়েশিয়া। তবে পরবর্তী সময়ে মালয়েশিয়া থেকে বেরিয়ে পৃথক স্বাধীন রাষ্ট্র হয় সিঙ্গাপুর।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: প্রথম স্মার্টফোন এল বাজারে

‘ক্রাই অব দোলোরেস’

মেক্সিকোর সুপুরিচিত ধর্মযাজক মিগুয়েল হিদালগো। ১৮১০ সালের এদিনে তিনি স্পেনের ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে বিক্ষোভে নামার ডাক দেন। তাঁর ডাকে সাড়া দিয়ে পথে নামে অসংখ্য মানুষ। তাঁর এ কর্মসূচি ‘ক্রাই অব দোলোরেস’ নামে পরিচিতি পায়। মেক্সিকোর স্বাধীনতা সংগ্রামে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: হ্যাশট্যাগের প্রথম ব্যবহার

নিক জোনাসের জন্মদিন আজ

নিক জোনাস
ফাইল ছবি: রয়টার্স

নিক জোনাস—জনপ্রিয় মার্কিন গায়ক ও অভিনেতা। জোনাস ব্রাদার্স নামে জনপ্রিয় পপ ব্যান্ড রয়েছে নিকের। মূলত জোনাস ভাইয়েরা মিলে এই ব্যান্ড গড়ে তুলেছেন। এর বাইরেও একক ক্যারিয়ারে দারুণ সফল নিক। ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। আজ নিক জোনাসের জন্মদিন। ১৯৯২ সালের ১৬ সেপ্টেম্বর এই তারকা জন্ম নেন।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: ডায়ানার শেষকৃত্য