২০২৪ সালে বিশ্বে রেকর্ড সংখ্যায় মানবিক সহায়তাকর্মী নিহত: জাতিসংঘ
চলতি বছর এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২৮১ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে ২০২৪ সাল মানবিক সহায়তাকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছরে পরিণত হলো। জাতিসংঘের মানবিক সহায়তা–বিষয়ক প্রধান এই তথ্য জানিয়েছেন।
জাতিসংঘের মানবিক–বিষয়ক নতুন আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার বলেছেন, মানবিক সহায়তাকর্মীরা নজিরবিহীন হারে হত্যার শিকার হচ্ছেন। তাঁদের সাহসিকতা, মানবিকতাবোধের বিপররীতে চলছে বুলেট, চলছে বোমার আঘাত।
ফ্লেচার বলেন, ২০২৩ সালে ৩৩টি দেশে ২৮০ জন মানবিক সহায়তাকর্মী নিহত হন। ২০২৪ সাল শেষ হতে এখনো এক মাসের বেশি সময় বাকি। অথচ এ বছর মানবিক সহায়তাকর্মী নিহতের ঘটনা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে।
মানবিক সহায়তাকর্মীদের ওপর হওয়া এই ধরনের সহিংসতাকে বিবেকবর্জিত ও বিধ্বংসী বলে বর্ণনা করেন ফ্লেচার।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। জাতিসংঘের মানবিক–বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) বলেছে, গাজায় যুদ্ধ মানবিক সহায়তাকর্মী নিহত হওয়ার সংখ্যা বাড়িয়ে দিয়েছে। গাজায় ৩৩৩ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করা জাতিসংঘের সংস্থার কর্মী।
সংস্থাটি বলেছে, শুধু গাজাই নয়, অন্য দেশেও মানবিক সহায়তাকর্মীরা অপহরণসহ নানা ঘটনার ভুক্তভোগী। আফগানিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সুদান, ইউক্রেনসহ বেশ কিছু দেশে মানবিক সহায়তাকর্মীরা অপহরণ, আঘাত, হয়রানি ও নির্বিচার আটকের শিকার হয়েছেন।